৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
তামিম-মুমিনুলের দারুণ জুটির পর দ্রুত ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। অফ স্পিনার মইন আলি তামিম ইকবাল-ইমরুল কায়েসকে ফিরিয়ে দেওয়ার পর আঘাত হানেন বেন স্টোকস।
স্টোকসের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে অধিনায়ক অ্যালেস্টার কুকের কাছে ক্যাচ দিয়ে ২৬ বলে ১৩ রান করে ফিরেন মাহমুদউল্লাহ। এরপর শুন্য রানে ফিরেন সাব্বির রহমানও।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০২ রান। সাবিক আল হাসান ৩ ও শুভাগত হোম ০ রান নিয়ে অপরাজিত আছেন।
আদিল রশিদের বল বুঝতে না পেরে এলবিডব্লিউ হয়ে ফিরেন তামিম ইকবাল। আর মইন আলির ফুল লেংথ বল পিছিয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরেন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে তামিম-মুমিনুল গড়েছেন ১৭০ রানের বড় জুটি।
ইংল্যান্ডের বিপক্ষে তামিম তৃতীয় শতকটি করেন ১৩৯ বলে। আজকের এই দুর্দান্ত ইনিংসে তামিম হাঁকান ১২টি চার। এদিকে ১১১ বলে ১০টি চারে ৬৬ রান করে ফিরে যান মুমিনুল।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। শুরুতেই ইমরুলকে হারানোর ধাক্কা সামাল দেন তামিম-মুমিনুল।
জাফর আনসারির বলে এক রান নিয়ে বাংলাদেশের সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যান মুমিনুল হক। ১৩৬ বলে আসে দলের শতক। সেই ওভারেই তামিম ইকবালের এক রানে দ্বিতীয় উইকেট জুটি স্পর্শ করে শতরান। ৮৫ মিনিটে ১২৩ বলে এই জুটি গড়েন দুই বাঁহাতি ব্যাটসম্যান। সিরিজে এটাই বাংলাদেশের প্রথম শতরানের জুটি।
২০ বলে প্রথম রানের দেখা পাওয়া তামিম ৬০ বলেই অর্ধশতক পূর্ণ করেন। নিজের ২০তম অর্ধশতকে পৌঁছাতে ৭টি চার হাঁকান তামিম।
এর আগে ইনিংসের শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। ওকসের বলে ডাকেটকে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল। বিদায় নেয়ার আগে ৩ বলে ১ রান করেন বাহাতি এই ব্যাটসম্যান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন