মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬ বছর বয়সে ৫৩ বিজ্ঞাপনের মডেল সাহির!

ছোট্ট এই শিশুটি সাহির নামের পরিচিত হলেও তার পুরো নাম সাহির আমান চৌধুরী। মাত্র ৬ বছর বয়সেই ক্যারিয়ার তার দারুণ সাফল্যের। এরই মধ্যে দেশের শীর্ষ বিপণন পণ্য প্রাণ ললিপপ-চকোবিন, প্রাণ ফ্রুটো, আরএফএল কিডস চেয়ার, ডানো, হরলিক্স, পেপসোডেন্ট, রানার মোটর সাইকেল, গোল্ডমার্ক বিস্কুটসহ ৫৩টি বিজ্ঞাপনের মডেল হয়েছে সাহির।

শুধু বিজ্ঞাপন নয়, সাহির কয়েকটি ফ্যাশন হাউজের মডেল হিসেবেও কাজ করেছে। সেসব হাউজের বিলবোর্ড মডেল, র‌্যাম্প শো’র স্টপার হিসেবে কাজ করছে। এছাড়া চ্যানেল আইয়ের বিগ বাজেটের মেগা সিরিয়াল ‘সাত ভাই চম্পা’তে রাজপুত্রের চরিত্রে অভিনয় করছে। একইসঙ্গে রেদওয়ান রনির ‘ক্যান্ডি ক্রাশ’ ধারাবাহিকে অভিনয় করছে।

২০১৪ সালের নভেম্বর মিডিয়াতে কাজের প্রথম সুযোগ পায় সাহির। এরপর মাত্র আড়াই বছরে ৫৩টি বিজ্ঞাপনে কাজ করে হইচই ফেলে দিয়েছে সাহির।

সাহির জানায়, ‘বড় হয়ে আমি একজন অভিনেতা হতে চাই। এছাড়া আমার ইচ্ছে আছে নির্মাতা হওয়ার। অভিনয়ের চেয়ে আমি পরিচালক হওয়াকে প্রাধান্য দেব।’ সাহির আরও জানায়, ‘এখন সবাই আমাকে খুব আদর করে। কোলে নেয়, আমার সঙ্গে সেলফি তুলতে চায়। আমাকে ‘ক্ষুদে স্টার’ বলে। আমার কাছে এটা খুব ভালো লাগে। অনেকেই আমাকে বলেন, বেবি ইউ আর অ্যা গুড অ্যাক্টর।’

সাহিরের জন্ম ২০১১ সালের মে মাসে, রাজধানীর মিরপুরে। ঢাকা আইডিয়াল প্রিপারেটরি স্কুলে ক্লাস ওয়ানে উঠবে সাহির। তার বাবার নাম আমানউল্লাহ আমান চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী এবং মায়ের নাম শামসুনাহার সুরভী।

সাহির সম্পর্কে তার মা সুরভী বলেন, ‘আদমান রুশো এবং মাকসুদুল হক ইমু ভাই এই দু’জনের হাত ধরে সাহির মিডিয়াতে কাজ শুরু করে। এখন সে খুব আগ্রহ নিয়ে কাজ করে। একেবারে নিজের ইচ্ছেয় সে সব কাজ করে। ও যখন বড় হবে তখন সে নিজে যেটা ভালো মনে করবে সেটাই হবে। আমাদের দোয়া সবসময় তার ওপর থাকবে।’

সাহিরের পছন্দের অভিনেতা কলকাতার জিৎ। জিৎ কি খায়, কি পরে, কিভাবে চলাফেরা করে সবকিছু অনুসরণ করে সাহির। আর দেশের মধ্যে শাকিব খানকে খুব পছন্দ করে সাহির। এছাড়া তামিম ইকবাল, সাকিব আল হাসানের সঙ্গে বিভিন্ন তারকার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করে খুব খুশি সাহির।

সাহিরের মায়ের ভাষ্য, একবার এক ছবির শুটিং দেখার সময় শাকিব খান সাহিরকে কোলে নিয়ে অনেক আদর করেছিলেন। অপু তখন পাশ থেকে বলেছে, শাকিব তোমার পরবর্তী প্রজন্মের নায়ক হবে সে!’

সাহিরের মা সুরভী বলেন, ‘বর্তমানে সে বেশকিছু ফ্যাশন হাউজের ঈদ কালেকশনের ফটোশুটের কাজ করছে। এরমধ্যে রয়েছে টপ টেন, ওয়েস্টউড, শৈশব, র-নেশন ইত্যাদি।’

ছেলে হিসেবে শান্ত আর দুষ্টু স্বভাবের মিশেলে সাহির। তার মা সুরভি বলেন, ‘সাহিরের মধ্যে সবরকম গুণ দেখতে পাই। কখনও শান্ত, আবার কখনও দুষ্টু। লেখাপড়ায় খুব ভালো সাহির। বিশেষ কোনো কারণ ছাড়া কখনও স্কুল মিস দেয় না। শুটিংয়ে ওকে আমি নিয়ে যাই। ওর বাবারও পূর্ণ সাপোর্ট আছে। সে তো তার ছেলের কাজে ফিদা! সবমিলিয়ে আমার ছেলেটা খুব লক্ষ্মী।’

ছোট সাহিরের ভবিষ্যৎ যেন মিডিয়াতে উজ্জ্বল হয় সেজন্য সকলের সহযোগিতা আর দোয়া চেয়েছেন সাহিরের মা শামসুনাহার সুরভী। সাহিরের জন্য শুভকামনা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত