৭০ বছরের ‘শিশু’ বলছি
সারাদেশের শিশুদের ২৪ ঘণ্টা সুরক্ষায় হেল্পলাইন ‘১০৯৮’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিসেফের উদ্যোগে শিশুদের জন্য এ সেবা পরিচালিত হবে।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে নিজেকে ৭০ বছরের শিশু পরিচয় দিয়ে ‘১০৯৮’ নম্বরে ফোন করেন প্রধানমন্ত্রী। এ হেল্পলাইনের সুবিধা সম্পর্কে জানতে চান। অপরপ্রান্ত থেকে তখন তাকে সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন একজন কল অপারেটর।
বলা হয়, যেকোনো শিশু বিপদে পড়লেই এটির সুবিধা পাবে। বাল্যবিয়ে প্রতিরোধ থেকে শুরু করে শিশুদের যেকোনো সমস্যা নিয়ে তারা এ হেল্পলাইনে কথা বলতে পারবে।
প্রধানমন্ত্রী তখন বললেন, ‘কেউ হয়তো কোনো কোনো নম্বর থেকে ফোন করে এ সুযোগের অপব্যবহার করতে চাইবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ হেল্পলাইনের অপব্যবহার করলেই ব্যবস্থা নেয়া হবে, প্রযুক্তি এখন অনেক উন্নত। প্রতিবেশী দেশের সঙ্গে যৌথভাবে শিশুপাচার রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘মানুষের ভেতরে সুপ্রবৃত্তি ও কুপ্রবৃত্তি দু’টোই আছে। তবে পশুত্বটা যেনো জেগে না ওঠে সেজন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।’
তিনি বললেন, ‘সারাদেশের কারাগারে কোর্টরুম থাকবে। জায়গায় বসে নালিশ-বিচার হবে। অনলাইনে হবে সে বিচার।’
হেল্পলাইন ‘১০৯৮’ নম্বরে ফোন করে যে কোনো ব্যক্তি শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন, সামাজিক সুবিধা ও নিরাপত্তা বিষয়ে জানতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে ফরিপুর ও রাজবাড়ীর সেফ হোম থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক এবং সেফ হোমের কিশোরীরা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আলেয়া বেগম এ সময় প্রধানমন্ত্রীকে বলে, ‘যার আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাদের যেনো বিচার হয়।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই তাদের বিচার হবে। পাশাপাশি তোমাকেও প্রতিষ্ঠিত হতে হবে, দাঁড়াতে হবে নিজের পায়ে। তাই তুমি তোমার পড়াশুনা চালিয়ে যাও।’
নবম শ্রেণির ছাত্রী আলেয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে তখন তার বাবার সঙ্গেও কথা বলে। সেফ হোম থেকে তাকে নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে আকুতি জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন