শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

৭১টি জিপ কেনা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৭১টি জিপ কেনা হচ্ছে। এসব জিপ ব্যবহার করবেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।

প্রতিটি জিপের দাম পড়ছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। মিৎসুবিশি পাজোরো স্পোর্ট মডেলের ৭১টি জিপ কিনতে মোট ব্যয় হবে ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিপ কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে চাহিদার তুলনায় যানবাহন সংকটের কথা তোলা হয়।

এমনকি, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়। কিন্তু বাজেট বরাদ্দের অপ্রতুলতার কথা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হলেও, এবার অর্থমন্ত্রণালয় পর্যাপ্ত গাড়ি কেনার জন্য ১০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন অধিশাখা বাজেট বরাদ্দ পেয়েছে বলে স্বীকারও করেছে।

এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ৩০টি সিডান কার কেনার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এর জন্য ব্যয় হবে ১৮ কোটি টাকা।

প্রতিটি গাড়ির দাম পড়বে ৬০ লাখ টাকা। তবে যেসব গাড়ি কেনা হবে বা হচ্ছে সবগুলোর দামের সঙ্গে রেজিস্ট্রেশন ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, যেসব জিপ ও কার কেনা হচ্ছে তাতে যে ধরনের মডেল চাওয়া হয়েছে সেগুলো দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫ দরজা, ৭ আসন, শক্তিশালী ব্রেক সিস্টেম, সামনের সারিতে ড্রাইভারসহ সিটবেল্ট ইত্যাদি।

সবগুলো গাড়ি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ২০০২ সালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। যেখানে বলা হয়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ পণ্য সামগ্রী সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিনা টেন্ডারে সরাসরি কিনতে পারবে। তাই জিপ ও কার কিনতে কোনো ধরনের টেন্ডার করতে হচ্ছে না।

তবে এবার জিপ প্রতি ৩ হাজার টাকা কম দিতে হবে বলে জানিয়েছে পরিবহন অধিদফতর।

অন্যদিকে প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের এখন গাড়ি কেনার জন্য নগদায়ন করা হচ্ছে। বিশেষ করে যেসব কর্মকর্তা বর্তমানে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন অফিসে কাজ করছেন তাদের জন্য এই সুবিধা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে