৭১টি জিপ কেনা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৭১টি জিপ কেনা হচ্ছে। এসব জিপ ব্যবহার করবেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।
প্রতিটি জিপের দাম পড়ছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। মিৎসুবিশি পাজোরো স্পোর্ট মডেলের ৭১টি জিপ কিনতে মোট ব্যয় হবে ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিপ কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে চাহিদার তুলনায় যানবাহন সংকটের কথা তোলা হয়।
এমনকি, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়। কিন্তু বাজেট বরাদ্দের অপ্রতুলতার কথা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হলেও, এবার অর্থমন্ত্রণালয় পর্যাপ্ত গাড়ি কেনার জন্য ১০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন অধিশাখা বাজেট বরাদ্দ পেয়েছে বলে স্বীকারও করেছে।
এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ৩০টি সিডান কার কেনার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এর জন্য ব্যয় হবে ১৮ কোটি টাকা।
প্রতিটি গাড়ির দাম পড়বে ৬০ লাখ টাকা। তবে যেসব গাড়ি কেনা হবে বা হচ্ছে সবগুলোর দামের সঙ্গে রেজিস্ট্রেশন ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, যেসব জিপ ও কার কেনা হচ্ছে তাতে যে ধরনের মডেল চাওয়া হয়েছে সেগুলো দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫ দরজা, ৭ আসন, শক্তিশালী ব্রেক সিস্টেম, সামনের সারিতে ড্রাইভারসহ সিটবেল্ট ইত্যাদি।
সবগুলো গাড়ি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ২০০২ সালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। যেখানে বলা হয়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ পণ্য সামগ্রী সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিনা টেন্ডারে সরাসরি কিনতে পারবে। তাই জিপ ও কার কিনতে কোনো ধরনের টেন্ডার করতে হচ্ছে না।
তবে এবার জিপ প্রতি ৩ হাজার টাকা কম দিতে হবে বলে জানিয়েছে পরিবহন অধিদফতর।
অন্যদিকে প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের এখন গাড়ি কেনার জন্য নগদায়ন করা হচ্ছে। বিশেষ করে যেসব কর্মকর্তা বর্তমানে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন অফিসে কাজ করছেন তাদের জন্য এই সুবিধা করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন