বুধবার, নভেম্বর ৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭১টি জিপ কেনা হচ্ছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৭১টি জিপ কেনা হচ্ছে। এসব জিপ ব্যবহার করবেন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা।

প্রতিটি জিপের দাম পড়ছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। মিৎসুবিশি পাজোরো স্পোর্ট মডেলের ৭১টি জিপ কিনতে মোট ব্যয় হবে ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জিপ কেনার অনুমোদন দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে চাহিদার তুলনায় যানবাহন সংকটের কথা তোলা হয়।

এমনকি, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়। কিন্তু বাজেট বরাদ্দের অপ্রতুলতার কথা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হলেও, এবার অর্থমন্ত্রণালয় পর্যাপ্ত গাড়ি কেনার জন্য ১০৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন অধিশাখা বাজেট বরাদ্দ পেয়েছে বলে স্বীকারও করেছে।

এদিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ৩০টি সিডান কার কেনার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এর জন্য ব্যয় হবে ১৮ কোটি টাকা।

প্রতিটি গাড়ির দাম পড়বে ৬০ লাখ টাকা। তবে যেসব গাড়ি কেনা হবে বা হচ্ছে সবগুলোর দামের সঙ্গে রেজিস্ট্রেশন ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, যেসব জিপ ও কার কেনা হচ্ছে তাতে যে ধরনের মডেল চাওয়া হয়েছে সেগুলো দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৫ দরজা, ৭ আসন, শক্তিশালী ব্রেক সিস্টেম, সামনের সারিতে ড্রাইভারসহ সিটবেল্ট ইত্যাদি।

সবগুলো গাড়ি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ২০০২ সালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। যেখানে বলা হয়, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ পণ্য সামগ্রী সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিনা টেন্ডারে সরাসরি কিনতে পারবে। তাই জিপ ও কার কিনতে কোনো ধরনের টেন্ডার করতে হচ্ছে না।

তবে এবার জিপ প্রতি ৩ হাজার টাকা কম দিতে হবে বলে জানিয়েছে পরিবহন অধিদফতর।

অন্যদিকে প্রাধিকার প্রাপ্ত কর্মকর্তাদের এখন গাড়ি কেনার জন্য নগদায়ন করা হচ্ছে। বিশেষ করে যেসব কর্মকর্তা বর্তমানে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন অফিসে কাজ করছেন তাদের জন্য এই সুবিধা করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত