৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ

আসছে ৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন হাইকার্ট। সোমবার বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এই ২৮ কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যানসার ও হরমোন-জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন করেন আইনজীবী মনজিল মোরশেদ। ওই আবেদনের শুনানি শেষে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেন আদালত।
ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারী কোম্পনিগুলো শনাক্তকরনে গঠিত বিশেষজ্ঞ কমিটির দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দিলেন।
স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক ও ওষুধ অধিপ্তরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে ২৮ কোম্পানির ওষুধ উৎপাধন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া ২৮ কোম্পানি হলো- অ্যামিকো ফার্মাসিউটিক্যালস, অ্যাজটেক ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল টেকনো ফার্মা, বেনহাম ফার্মাসিউটিক্যাল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ডিসেন্ট ফার্মা, ডা. টিমস ফার্মাসিউটিক্যাল, গ্লোবেক্স ফার্মাসিউটিক্যাল, গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যাল, ইনোভা ফার্মাসিউটিক্যাল, ম্যাক্স ড্রাগস, ম্যাডিমেট ল্যাবোরেটরিজ, মডার্ন ফার্মাসিউটিক্যাল, মিসটিক ফার্মাসিউটিক্যাল, ন্যাশনাল ল্যাবরেটরিজ, অর্গানিক হেলথকেয়ার, ওয়েস্টার ফার্মা, প্রিমিয়ার
ফার্মাসিউটিক্যাল, প্রাইম ফার্মাসিউটিক্যাল, সীমা ফার্মাসিউটিক্যাল, হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল, মমতাজ ফার্মাসিউটিক্যাল, ইউনিক ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড ক্যামিকেলস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল, এফএনএফ ফার্মাসিউটিক্যাল, টেকনো ড্রাগস লিমিটেডের ইউনিট-১, ২ ও ৩।
এর আগে হাইকোর্ট ২০টি কোম্পানির সকল ধরণের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরণের অ্যান্টিবায়োটিক উৎপাদন বন্ধ ঘোষণা করে রায় দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন