বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭৩.৯২% ভোট পড়েছে: ইসি

গতকালের পৌরসভা নির্বাচনে গড়ে ৭৩ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচনে অনিয়ম, সহিংসতা, কারচুপির অভিযোগ এনে ইতিমধ্যে ফলাপল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একইসঙ্গে ব্যর্থতার দায় নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছে তারা। কবে যথারীতি বিপরীত কথা বলছে আওয়ামী লীগ। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বেগম খালেদা জিয়া বিজয়ের মাসে স্বাধীনতার ৪৪ বছর পরে মুক্তিযুদ্ধ ও শহীদদের সংখ্যা নিয়ে যে কটাক্ষ করেছে তা জনগণ ভালভাবে নেয়নি। তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিজেকে একজন পাকিস্তানি হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের জনগণ পাকিস্তানি খালেদার নেতৃত্ব দেখতে চায় না। সেই কারণেই জনগণ তাকে আবারও প্রত্যাখ্যান করেছে।’

সিরাজুল ইসলাম বলেন, ২৩৪ পৌরসভা নির্বাচনের মধ্যে আমরা ২১৪টি পৌরসভার ফলাফল একত্রিত করেছি। এ ফলাফল পর্যালোচনা করে দেখা যায় গড়ে ৭৩ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছে। ২১৪ পৌরসভার মধ্যে ১৬৮ পৌরসভায় আওয়ামী লীগ, ১৯ পৌরসভায় বিএনপি, একটিতে জাতীয় পার্টি ও ২৬টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ
করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাতজন। এদের সবাই আওয়ামী লীগের বলে জানান তিনি।

অনিময়-সহিংসতার কারণে নংসিংদীর মাধবদী পৌরসভার ভোট বাতিল করা হয়েছে জানিয়ে সিরাজুল বলেন, বাকি ১৯ পৌরসভার কিছু কেন্দ্রে ভোট স্থগিত থাকার কারণে এসব পৌরসভার ফলাফল স্থগিত রাখা হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, পৌর ভোটে মোট ভোটার ছিলেন ৬০ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৪৪ লাখ ৮১ হাজার ৭৬০ জন। তারমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪৪ লাখ ২ হজার ৮৩৫। বাতিল করা হয়েছে ৭৮ হাজার ৯২৫ ভোট।

গতকাল প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দিনভর অভিযোগের মধ্যে দিয়েই পৌরসভার ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ভোট শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি করে।

জাতীয় পার্টিও অভিযোগ আনে ১৭৬টি ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের সমর্থকরা একই সঙ্গে নির্বাচনে ভোট ডাকাতি ও ব্যাপক অনিয়ম হয়েছে বলেওঅভিযোগ করেছে দলটি।

জাতীয় পার্টি-বিএনপি একই সুরে কথা বললেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

গতকাল ২৩৪ পৌরসভায় ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের ২৩৪, বিএনপির ২২৩, জাতীয় পার্টির ৯৫ প্রার্থীসহ ৯৪৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রায় সাড়ে ১১ হাজার প্রার্থী।

এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল

ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা
  • দাঁড়িপাল্লা প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামায়াত
  • উপদেষ্টা: গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন চাকরিতে 
  • ইরানে সরকার পরিবর্তন চান না ট্রাম্প
  • কমলো স্বর্ণের দাম, ভরি পৌনে দুই লাখের কাছাকাছি
  • ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি, ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭১
  • গোলাম পরওয়ার: নির্বাচন সুষ্ঠু না হলে মহাদুর্যোগ নেমে আসবে
  • আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র