৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে গণতন্ত্র বন্ধ হয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিলো বলেই দেশ স্বাধীন হবার পর ৯ মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান তৈরি করে দিয়েছেন এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।
আইনমন্ত্রী আরো বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেওয়া হয়েছিলো। যে কারণে ২১ বছর বঙ্গবন্ধু হত্যার এজাহার পর্যন্ত করা হয়নি এবং বিচারের জন্যও আইনজীবী নিয়োগে কার্পণ্য দেখানো হয়েছে। অথচ তার কন্যা শেখ হাসিনা আইননের শাসন প্রতিষ্ঠায় পিছু পা হয়নি। তিনি এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন