৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে গণতন্ত্র বন্ধ হয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক আরও বলেন, আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা ছিলো বলেই দেশ স্বাধীন হবার পর ৯ মাসের মধ্যে বাংলাদেশকে একটি সংবিধান তৈরি করে দিয়েছেন এবং সেই সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন।
আইনমন্ত্রী আরো বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সেই গণতন্ত্র এবং আইনের শাসন বন্ধ করে দেওয়া হয়েছিলো। যে কারণে ২১ বছর বঙ্গবন্ধু হত্যার এজাহার পর্যন্ত করা হয়নি এবং বিচারের জন্যও আইনজীবী নিয়োগে কার্পণ্য দেখানো হয়েছে। অথচ তার কন্যা শেখ হাসিনা আইননের শাসন প্রতিষ্ঠায় পিছু পা হয়নি। তিনি এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জামালপুর জেলা ও দায়রা জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল করিম হীরা, আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক, কেন্দ্রীয় বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন