৭ জন গ্রেফতার কুমিল্লায় বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায়
কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাশারসহ ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে চান্দিনা থানার এএসআই প্রবীর কুমার রায় বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জন জামায়াত শিবির কর্মীকে আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করেন।
এরপরই রাত থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবদুল বাশারসহ ৭ জনই জামায়াত-শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৭ জন দগ্ধ হন। পরে এদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কুমিল্লার পুলিশ সুপার শাহ মো.আবিদ হোসেন বলেন, ‘পেট্রোল বোমা হামলার ঘটনায় আমরা দ্রুত বিচার আইনে মামলা করেছি। এছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছি। এদের অধিকাংশই জামায়াতের সঙ্গে সম্পৃক্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন
টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন