শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ জানুয়ারি সরকার বাধা দেবে না, আশা বিএনপির

গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সরকার ৭ জানুয়ারির সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা সমাবেশে বাধা দেবে না বলেই আশা করছেন বিএনপির নেতারা।

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদের নির্বাচনের দিনটিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এ বছর দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

এ সমাবেশে বাধা দিলে সরকারের ‘ফ্যাসিবাদী মুখোশ’ জাতির সামনে নতুন করে উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

অপরদিকে সরকারের গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না বলে আশা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার রাজধানীর দুটি স্থানে বিএনপির এই দুই নেতা এসব কথা বলেন।

সকালে কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্রের জন্য এর থেকে কলঙ্কময় দিন আর হতে পারে না। যারা এই দিনটিকে গণতন্ত্রের বিজয় বলেন, এটা অত্যন্ত হাস্যস্পদ। এটা জনগণ হাসছে। যেই ৫ জানুয়ারিতে এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই।’

আওয়ামী লীগের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বলছেন যে, ৫ জানুয়ারিতে আমাদের রাস্তায় নামতে দেবেন না। এটা কে বলতে পারে? এটা বলতে পারে একটি স্বৈরাচারী-ফ্যাসিবাদী সরকার। যদি আমাদের ৫ জানুয়ারি পালন করতে বাধা দেওয়া হয়, তাহলে সরকারের মুখোশ আবার নতুন করে জনগণের কাছে প্রকাশিত হবে।’

এ সময় ৫ জানুয়ারির কর্মসূচিতে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।

অন্যদিকে আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, ভিন্নমত সহ্য করতে পারে না বলেই সরকার সভা-সমাবেশ করতে দিচ্ছে না।

৫ জানুয়ারি উপলক্ষে সারা দেশের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে রিজভী আহমেদ বলেন, ‘ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। অবৈধ ভোটারবিহীন সরকারের গণতন্ত্রের প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আশা করি তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে কোনো টালবাহানা করবে না। অবশ্য আওয়ামী লীগের মুখরোচক গণতন্ত্রে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকারই কথা। কারণ তারা নিজেদের দল ছাড়া ভিন্ন দল বা ভিন্ন মত সহ্য করতে পারে না।’

ইংরেজি নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে- এমন প্রত্যাশাও করেন বিএনপির এই নেতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল