৭ দিনের মধ্যেই ইউনেস্কোকে জবাব, সরছে না রামপাল
আলোচিত রামপাল কয়লাবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে চিঠি দিয়েছে তার জবাব আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার সরছে না বলেও জানান তিনি। রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি-বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
রামপালে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে ইউনেস্কোর এমন আশঙ্কা সঠিক নয় দাবি করে নসরুল হামিদ বলেন, এটা তারা তাদের মতামত প্রকাশ করেছে। কিন্তু পরিবেশগত দিক বিবেচনা করে সেখানে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করা হবে। এছাড়া রামপাল নিয়ে ইউনেস্কো কোনো বৈজ্ঞানিক ব্যাখা দেয়নি।
তবে সংস্থাটি যে আশঙ্কা প্রকাশ করেছে তার যুক্তিযুক্ত জবাব আগামি সপ্তাহের মধ্যে দেয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর ১৫০০ মেগাওয়াট করে বিদ্যুতের চাহিদা বাড়ে। কিন্তু উৎপাদনে অতিরিক্ত ব্যয়ের ফলে তা সম্ভব হচ্ছে না। ফলে সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হলে রামপালের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকেই ঝুঁকছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন