৭ দিনের মধ্যে তাসকিন-সানির বোলিং পরীক্ষা
অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠায় বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে আগামী ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত তারা বোলিং চালিয়ে যেতে পারবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
বুধবার ভারতের ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার পর ওই ম্যাচের দুই আম্পায়ার তাসকিন আহমেদ এবং আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন।
তবে আম্পায়ারদের এমন অভিযোগের কোনো ভিত্তি দেখছেন না টাইগার কোচ হাথুরুসিংহে। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরেই তো তাসকিন এবং সানি এই অ্যাকশনেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশন নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তার কিছুই আমি বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আমি বিস্মিত, তবে এটি নিয়ে মোটেও চিন্তিত নই। আমার বোলারদের সম্পর্কে জানি। তাদেরকেও এ বিষয় নিয়ে ভাবতে নিষেধ করে দিয়েছি। সানি-তাসকিন এ নিয়ে ভাবছেও না। তারা নিজেদের নিয়েই ব্যস্ত। আশা করি, পরের ম্যাচে এ বিষয়টি কোনো প্রভাব ফেলবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন