৭ দিন ধরে শাকিবের বাড়িতে নুসরাত ফারিয়া

শাকিব খানের বাড়িতে ৭ দিন ধরে রয়েছেন নুসরাত ফারিয়া। যদিও শাকিব নিজেই তার বাড়িতে নেই।
তিনি রয়েছেন এফডিসিতে ‘অহংকার’ ছবির শুটিংয়ে। থাকতে হচ্ছে ঢাকায়। কলকাতা থেকে ফিরেই এফডিসিতে ব্যস্ত হয়ে গেছেন এই তারকা।
এদিকে, পুবাইলে শাকিব খানের শুটিং বাড়ি ‘জান্নাত’ এ সকাল থেকে মধ্যরাত থাকছেন নুসরাত ফারিয়া। শুধু ফারিয়াই নন, আরো থাকছেন আরিফিন শুভসহ জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘ধ্যাৎতারিকি’ ছবির পুরো শুটিং ইউনিট। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।
শামীম আহমেদ রনী কালের কণ্ঠকে বলেন, গত ৮ তারিখ থেকে আমরা শাকিব ভাইয়ের এই শুটিং বাড়িতে ‘ধ্যাৎতারিকি’ শুটিং করছি। দারুণ একটা জায়গা। এখানে আমরা ১৫ জানুয়ারি পর্যন্ত টানা শুটিং করব। ছবিতে নুসরাত ফারিয়া ও শুভ অভিনয় করছেন। এ ছাড়াও রৌশান, ফারিন, সুষমা। কলকাতা থেকেও বেশ কয়েকজন অভিনয়শিল্পী আসবেন বলে তিনি জানান।
‘ধ্যাৎতারিকি’ ছবিটি একটি কমেডি ধাঁচের ছবি। এখানে নুসরাত ফারিয়া বাঙালি ঘরানার সাদামাটা এক নারী হিসেবে নিজেকে ধরা দেবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন