৭ নভেম্বরের আগে ফিরতে পারেন খালেদা
আগামী ৭ নভেম্বরের আগে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এ তথ্য জানিয়েছেন। হান্নান শাহ বলেন, লন্ডনে ম্যাডামের চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদার চিকিৎসা প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। সেখানে তার এক চোখের অপারেশন হয়েছে এখনও আরেক চোখের অপারেশন বাকি রয়েছে। তাছাড়া তার হাঁটুর চিকিৎসাও চলছে। হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। সেটি হলে তাঁর ফেরার নভেম্বরের শেষ নাগাদ গড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি মাসের ৮, ১৬ ও ২১ তারিখ খালেদা জিয়ার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ছিল।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের তত্ত্বাবধানে চোখের চিকিৎসা করাচ্ছেন। এছাড়া এই সফরে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন বলেও ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন