৭ নভেম্বর উপলক্ষে ফিনল্যান্ড বিএনপির কর্মসূচি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফিনল্যান্ড বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- ৭ নভেম্বর সকাল ৭টায় ফিনল্যান্ড বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। এছাড়াও ওইদিন সকাল ১০টায় জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতাকর্মীরা। ওই দিন সন্ধ্যায় ভানতার তিক্কুরিলাতে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার।
দলের সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ শুক্রবার সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির নেতাকর্মীদের সাথে বৈঠককালে এ আয়োজনের কথা বলেন।
ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকারের সভাপতিত্বে এ বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন- সিনিয়র সহসভাপতি মোকলেসুর রহমান চপল, সহসভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, আবদুল্লাহ আল মাসুদ, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, নিজাম আহমেদ, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নূরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, রাসেল খান, জুয়েল, ফাহমিদ-উস-সালেহীন, হাসিব উদ্দিন, শাকিল নেওয়াজ, সাজিদ খান জনি, এমরান হোসেন খান, নজরুল ইসলাম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন