৭ বছরে কমলো ৩১৮ কেজি! (ভিডিও সহ)

অবশেষে প্রথম বারের মতো হাঁটতে সক্ষম হলো সৌদি আরবের ২৪ বছর বয়সী এক তরুণ। অতিরিক্ত ওজনের কারণে সে দীর্ঘ কয়েক বছর ধরে হাঁটতে পারছিল না।
সাত বৎসর আগে খালেদ মহসেন আল সায়েরি নামে ওই তরুণের ওজন ছিল ৬১০ কেজি। নিজের দেখাশুনা করার মতো তার অবস্থা ছিল না। এমনকি সে নড়াচড়াও করতে পারতো না। বিশ্বের সবচেয়ে বেশি ওজনের কিশোরের স্বীকৃতিও পেয়েছিল সায়েরি।
সৌদি আরবের বাদশাহ আব্দুলাহ খালেদ মহসেন আল সায়েরির অবস্থা জানার পর তার চিকিৎসার ব্যবস্থা করেন। তাকে বিমানযোগে রিয়াদের ফাহাদ মেডিকেল সিটিতে নিয়ে ভর্তি করা হয়। তখন তার বয়স ছিল ১৭। সেখানে তার ৩১৮ কেজির মতো ওজন কমানো হয়।
খালেদকে বাসা থেকে বের করতেও অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে।বাসা থেকে সায়েরিকে বের করার সময় ক্রেন, ফর্ক লিফট ট্রাক ব্যবহার করা হয়।পরে বিমানযোগে রিয়াদে নিয়ে যাওয়া হয়। তাকে ঘর থেকে বের করতে ভবনের জানালা ভাঙতে হয়েছিল।
খালেদ মহসেনকে চিকিৎসকরা নিবিড় ফিটনেস পরিচর্যা কেন্দ্রে রেখেছিলেন। সাত বৎসরে তার ওজন অর্ধেকে নেমে আসে।
চিকিৎসকরা জানান, তারা আশা করছেন তার ওজন আরও কমানো সম্ভব।
খালেদ মহসেনকে টানা দুই বৎসর বিছানায় শুয়ে থাকতে হয়েছিল।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা: আব্দুল্লাহ আল-রাবিয়া বলেন, সৌদি বাদশাহ নির্দেশে দিয়েছিলেন যে, খালেদ মহসেনকে ‘মানবিক’ দৃষ্টিকোণ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হোক।
https://youtu.be/gxmh4QbC4Lk
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন