“৭ হাজার অভিবাসীর ৬০ ভাগই বাংলাদেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে ভাসমান”
দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে ভাসমান পাচারের শিকার ৬০ ভাগ মানুষই বাংলাদেশী, বললেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক বৈঠক শেষে ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়া বিশপ। শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। খবর এবিসি অনলাইন খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে জুলিয়া বিশপ জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে বিভিন্ন নৌকায় অন্তত ৭ হাজার মানুষ ভাসমান রয়েছে। এদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ মিয়ানমারের রোহিঙ্গা। বাকিদের সবাই বাংলাদেশী।
তিনি বলেন, এদের সবাই অবৈধ শ্রমিক। কেউ ইন্দোনেশিয়ার আশ্রয়প্রার্থী নয়। উদ্বাস্তুও নয়। তারা মালয়েশিয়ায় কাজের খোঁজে যাচ্ছিল।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক বিভাগের মহাপরিচালক হাসান ক্লিব তাঁকে জানিয়েছেন, দেশটিতে একটি নৌযানে ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়। এদের ৪০০ জনই বাংলাদেশি ছিল।
সাগরপথে অবৈধ মানবপাচার ঠেকাতে আন্তর্জাতিক মহল তৎপর হয়ে ওঠার পর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের উপকূল থেকে সাড়ে তিন হাজারের বেশি অবৈধ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। সর্বশেষ গতকাল মিয়ানমার উপকূল থেকে উদ্ধার করা হয় ২০৮ জনকে।
এদিকে, মালয়েশিয়ার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দেশটিতে উদ্ধার হওয়া অভিবাসীদের পেনাংসহ উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে সাময়িক আশ্রয় দেয়া হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন
সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন
রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন