‘৮০টি দেশের বিরুদ্ধে লড়ছে সিরিয়া’
বিশ্বের ৮০টি দেশের আগ্রাসী নীতির বিরুদ্ধে লড়ছে তাঁর দেশ। এমনটাই জানালেন সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ইউরোপীয় ও আরব প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন তিনি।
যেসব কারণে বিশ্বের এতগুলি দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশর আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় তার কারণও এদিন তুলে ধরেন জোবি। তিনি বলেন, লেবানিজ ও প্যালেস্তিনীয় প্রতিরোধ সংগঠনগুলির প্রতি সিরিয়ার সমর্থন, আগ্রাসী ইজরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরে দামাস্কাসের নারাজ হওয়া এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধে মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করার কারণে আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদের সমর্থক দেশগুলি আসাদের প্রতি ক্ষুব্ধ হয়ে রয়েছে। এই কারণে তারা ক্রমাগত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা চালাচ্ছে৷ আর তাতে ব্যর্থ হয়ে অবশেষে সিরিয়ার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে বলে অভিযোগ জানান তিনি।
সিরিয়ার তথ্যমন্ত্রী আরও বলেন, তাঁর দেশের জনগণ সাম্রাজ্যবাদী ও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বহু পরিবার তাদের সন্তানদের হারানোর পরেও নতিস্বীকার করেনি। কারণ তারা জানে, দেশরক্ষার লড়াইয়েই জীবন দিয়েছে তাদের সন্তানসন্ততি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন