৮০ হাজার শরণার্থী ফিরিয়ে দেবে সুইডেন
৮০ হাজার শরণার্থীকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস ইগিম্যান এ ঘোষণা দিয়েছেন।
শরণার্থী হিসেবে বসবাসের জন্য যাদের আবেদন বাতিল হয়েছে এবং যারা ২০১৫ সালে সুইডেনে প্রবেশ করেছেন, তাদেরই বের করে দেওয়া হবে। ভাড়া করা বিমানে এসব শরণার্থীকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এ জন্য কয়েক বছর সময়ের প্রয়োজন।
আন্দ্রেস ইগিম্যান জানান, প্রাথমিকভাবে আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের সংখ্যা প্রায় ৬০ হাজার। তবে, এটা বেড়ে ৮০ হাজারে পৌঁছাবে। এসব শরণার্থীকে বিতাড়নের জন্য ব্যবস্থা নিতে পুলিশ ও শরণার্থীদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সরকার।
২০১৫ সালে সুইডেনে শরণার্থী হিসেবে অবস্থানের জন্য প্রায় ১ লাখ ৬৩ হাজার আবেদন জমা পড়েছে। এদের মধ্যে প্রায় ৫৫ হাজার ৮০০ আবেদন যাচাই করা হয়েছে এবং ৫৫ শতাংশ আবেদন গ্রহণ করা হয়েছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন