৮ বছর বয়সী শিশু ধর্ষণ, আটক খালাতো ভাই
জেলার পৌর এলাকার আরশিনগর এলাকার ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে জীবন সেখ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মিলন মোড় থেকে তাকে আটক করা হয়। জীবন ওই এলাকার শাহজাহান আলীর ছেলে ও শিশুটির খালাতো ভাই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেনীর ছাত্রী। ধর্ষিতা শিশুটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে।
মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে মা অন্যের বাড়িতে কাজ করতে যায়। দুপুরের দিকে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পর ঘরে একাই ছিল। এমন সুযোগে খালাতো ভাই জীবন ঘরের মধ্যে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।
এ সময় শিশুটি চিৎকার করলে তাকে গোসল করিয়ে ধর্ষণের আলামত নষ্ট করে সে পালিয়ে যায়। ঘটনার পর পরই শিশুটি মায়ের কাছে গিয়ে ঘটনার কথা জানায়। পরে শিশুটির মা রাত সোয়া ১০টার দিকে থানায় এসে লিখিত অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে রাত ১১টার দিকে ভাঙ্গাবাড়ি মিলন মোড় এলাকায় অভিযান চালিয়ে জীবনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
বুধবার সকালে শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন