৮ মাসের বকেয়া বেতন পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত আদেশে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ।
বৃহস্পতিবার (০৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সরকারি আদেশ জারির বিষয়টি জানানো হয়।
আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতনের সঙ্গে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী জুলাই/২০১৫ থেকে ফেব্রুয়ারি/২০১৬ পর্যন্ত ৮ মাসের বকেয়া বেতন পাবেন।
বিবৃতিতে জানানো হয়, প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন