৮ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ২ নারী আটক

কক্সবাজারের টেকনাফে আট হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নেটং পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গুলশার বেগম (৪৫) ও হোসনে আরা (৩৫)।
টেকনাফের বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নেটং পাড়া সংলগ্ন হ্যাচারি খালের কাছে অবস্থান নেয় বিজিবি টহল দলের সদস্যরা। সে সময় খাল দিয়ে মিয়ানমার থেকে দুই নারীকে আসতে দেখে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। তাদের জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা আট হাজার ৫৮টি ইয়াবা জব্দ করা হয়।
জব্দ ইয়াবার আনুমানিকমূল্য ২৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

কক্সবাজার স্পেশাল’ ট্রেন চালু হবে আগামী ১২ জুন
সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে চলাচলবিস্তারিত পড়ুন

সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অফিস কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগেবিস্তারিত পড়ুন

পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারদলীয় বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতবিস্তারিত পড়ুন