৯০ দিনের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন
তিন মাসের মধ্যে ভাঙতে হবে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন। রাজধানীর হাতিরঝিল প্রকল্পের ভেতর স্থাপিত এই ভবন ভাঙার নির্দেশ দিয়ে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে। রায় অনুযায়ী এই ভবনটি ভাঙার দায়িত্ব পালন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়েছে।
এই রায়ের বিরুদ্ধে অবশ্য এখনও পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে বিজিএমইএর। আগামী এক মাসের মধ্যে তাদেরকে এই আবেদন না করলে ভবন ভাঙা ঠেকাতে আর কোনো আইনি সুযোগ থাকবে না বিজিএমইএর। অবশ্য আপিল বিভাগ তাদের আবেদন নাকচ করার পর বিজিএমইএর আইনজীবী প্রবীণ আইনজীবী রফিক উল হক জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউয়ের আবেদন করবেন তারা।
গত ২ জুন বিজিএমইএর কতৃপক্ষের করা আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে। হাইকোর্টের রায়ে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার কথা বলা হয়। এরপর চূড়ান্ত রায়ের অপেক্ষায় ছিল রাজউক।
জমির মালিকানা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ করার অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৩ সালের ১৯ মার্চ ভবনটি ভেঙে ফেলতে হাই কোর্টের দেওয়া ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ওই বছর ২১ মে বিজিএমইএ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৮ সালে সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের পোশাক শ্রমিকদের সংগঠন বিজিএমইএ- এর প্রধান কার্যালয় ভবন নির্মাণ করে। ২০১০ সালের ২ অক্টোবর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজউকের অনুমতি ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে। ওই প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডি এইচ এম মুনিরউদ্দিন। ওই বছরের ৩ অক্টোবর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পরে এই মামলার জন্য হাইকোর্ট কয়েকজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেন। আদালত তাদের বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন