৯০ মিনিটের রাস্তা পার মাত্র ৬ মিনিটে!

৯০ মিনিটের দূরত্ব পার করে ফেলবেন মাত্র ৬ মিনিটেই। এমন পরিষেবা নিয়ে আসছে উবের। কিন্তু এত লম্বা ট্রাফিক জ্যাম, সিগন্যাল কাটিতে এত দ্রুত পৌঁছনো কিভাবে সম্ভব? অবশ্যই রাস্তা দিয়ে নয়, আকাশ পথেই পৌঁছে দেবে উবের। এবার ফ্লাইং কার নিয়ে আসছে এই ক্যাব পরিষেবা সংস্থা।
এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে উবের এলিভেট। এক বিশেষ ধরনের ছোট এয়ারক্রাফট ব্যবহার করা হবে এই পরিষেবায়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি ছোট ইলেকট্রনিক এয়ারক্রাফট যা উলম্বভাবে মাটি থেকে উড়বে, নামেও একইভাবে। থ্রি ডায়মেনশনাল এয়ারস্পেস ব্যবহার করে উড়বে এটি। রাস্তার জ্যাম, এড়াতেই এমন পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে উবের।
এই উদ্যোগ নিয়ে রীতিমত চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে উবের। সাদা কাগজে এই ফ্লাইং কারের আউটলাইনও তৈরি করে ফেলেছে তারা। আগামী পাঁচ বছরের মধ্যেই এই পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন