‘৯ নম্বর বাসে যেতাম মিরপুর স্টেডিয়াম’
ক্রিকেট তাকে দুহাত ভরে দিয়েছে।আজ বিশ্বজুড়ে তার নাম ডাক। অঢেল টাকা পয়সা। মাঠের অলরাউন্ড পারফরম্যান্স তাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়। তিনি দেশের রত্ন। অভুতপূর্বে এ সাফল্য পেতে তাকে কম কষ্ট করতে হয়নি এক সময়।
ক্যারিয়ারের শুরুর দিকে কথা।সাকিব আল হাসান থাকতেন শ্যামলীতে। সেখান থেকে বাসে করে যেতেন মিরপুরে। কাঁধে বড় ব্যাগ। বাসে উঠতে খুব কষ্ট হতো।এক সিটে হতো না। নিতেন দুই সিট।
সেই কষ্টের দিনগুলোর কথা স্মরণ করে সাকিব বলেন,‘ অনেক কষ্ট করেছি এক সময়। শ্যামলী থেকে মিরপুর স্টেডিয়াম যেতাম ৯ নম্বর বাসে। বড় ব্যাগের জন্য সমস্যা হতো। দুই সিটের ভাড়া দিতে হতো। এক সিটে ব্যাগ রাখতাম, আর একটাতে আমি বসতাম।’
গত এক দেড় বছরে বাংলাদেশ অসাধারণ সাফল্য দেখিয়েছে। সাকিব ও মোস্তাফিজের মতো সুপারস্টারই কেবল নন, দলে সাত আট জন তারকা খেলোয়াড় থাকার জন্যই এই সাফল্য।এটাই সাকিবের বিশ্লেষণ।
তিনি বলেন,‘আমি চাই দলে আরো সুপারস্টার আসুক। আমাদের দলে এখন সাত থেকে আটজন ম্যাচ উইনার আছে। এ ধরনের সুপারস্টার যত বেশি থাকবে বেশি জয়ের সম্ভাবনাও থাকবে তত। ’
ক্যারিয়ারে অনেক ম্যাচ জিতিয়েছেন দলকে। কিন্তু তার সেরা পাওয়া দেশকে প্রতিনিধিত্ব করা। সাকিব বলেন,‘ ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। ক্যারিয়ার তো শেষ হবেই একদিন। তখনও এ একটা জিনিসই আমার সঙ্গে থেকে যাবে। এদিক থেকে আমি অনেক ভাগ্যবান। এটা বড় পাওয়া।’
বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে তিনি সাহায্য করেছেন। এখন স্বপ্ন দেশকে ট্রফি এনে দেওয়া । সাকিব বলেন,‘ আসলে আমি ব্যক্তিগত সাফল্য নিয়ে কখনোই চিন্তা করি না। চেষ্টা করি দলে অবদান রাখার। আমার কাছে ট্রফি জেতার টার্গেটই অনেক বেশি গুরুত্বপূর্ণ ও জরুরি। আমি তো মনে করি, আগামী বিশ্বকাপ হবে আমাদের সেরা বিশ্বকাপ। বিশ্বাস করি, আমাদের সেই সামর্থ্য আছে। আর ওই মানের ক্রিকেটারও আছে। সামনে তো আরো ক্রিকেটারও আসবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে মানের দল হওয়া দরকার আমরা তার খুব কাছাকাছিই আছি ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন