৯ ম্যাচে ১৫ উইকেট পাওয়া তাসকিন আরও উইকেট চান
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ড শেষ হয়েছে শনিবার। সোমবার শুরু হবে একাদশতম রাউন্ডের ম্যাচগুলো। প্রথম দিনে বিকেএসপিতে আবাহনী খেলবে সিসিএসের বিপক্ষে। আবাহনীর গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন পেসার তাসকিন আহমেদ। ৯ ম্যাচে ১৫ উইকেট তুলে সেরা বোলারদের তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি।
মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে রবিবার তাসকিন আহমেদ বলেন, প্রিমিয়ার লিগে বাংলাদেশের সেরা খেলোয়াড়রাই খেলছে। তাদের বিপক্ষে বোলিং করাটা সব সময় চ্যালেঞ্জের। বোলিং করার সময় কোনও দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। বাজে বোলিং করলে এমন উইকেটে সিসিএস কেনও; তৃতীয় বিভাগের ব্যাটসম্যানদের হাতেও মার খেতে হবে। সত্যি কথা বলতে, ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছি। লিগে আরও উইকেট নিতে চাই।
তিনি বলেন, উইকেটে তো আর পেস বোলারদের কন্ট্রোল করার উপায় নেই। সব রকম উইকেটে বোলিং করার অভিজ্ঞতা থাকতে হবে পেসারদের। আমি দিন দিন শিখছি কীভাবে আরও বৈচত্র্যপূর্ণ বোলিং করা যায়।
তিনি আরও বলেন, লিগের শুরুটা আমাদের ভালো হয়নি। তবে এখন টানা চারটি ম্যাচ জিতে পুরো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সাকিব ভাই দলে যোগ দেওয়ার পর দলটা পুরোপুরি ব্যালেন্স হয়েছে। প্রথমদিকে আমরা যেসকল ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে সবাই এখন নতুন করে চেষ্টা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন