মা-মেয়ে দুজনই যখন নায়িকা
এফডিসিতে চলছে নতুন পরিচালক ও প্রযোজক তাহমিনা জামান হিমিকা পরিচালিত ‘মেয়ে কার’ ছবির শুটিং। ছবিতে নায়ক হিসেবে কাজ করছেন মডেল অভিনেতা নিরব। তাঁর বিপরীতে অভিনয় করছেন পরিচালকের মেয়ে নবাগত নায়িকা বুশরা। ছবিতে নায়িকার মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক হিমিকা নিজেই। ৩১ ডিসেম্বর ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ছবিটি সম্পর্কে পরিচালক তাহমিনা জামান হিমিকা বলেন, ‘আমি এই ছবির কাজ শুরু করেছি ২০ ডিসেম্বর থেকে। আশা করছি, ৩১ তারিখ শুটিং শেষ করতে পারব। এখানে আমরা ছবির দৃশ্যগুলোর শুটিং করছি। বাকি থাকবে গানের শুটিং। সেটাও ঢাকায় করার ইচ্ছা আছে। আশা করছি, জানুয়ারি মাসের মধ্যে পুরো ছবির শুটিং শেষ করতে পারব।’
ছবিতে আপনি অভিনয় করছেন, প্রযোজনা করছেন, আবার পরিচালনাও করছেন। মূল গল্পও আপনার লেখা। এতগুলো কাজ একা কীভাবে করলেন? জানতে চাইলে হিমিকা বলেন, “আমার সব সময়ই খুব ইচ্ছা ছিল ছবিতে অভিনয় করব, নায়িকা হব। নিজের দেখা পৃথিবী থেকেই গল্প নির্বাচন করি। এর আগেও আমি ‘অন্ধ গলি’ নামে একটি ছবির কাজ শেষ করেছিলাম। কিন্তু পরিচালনার জন্য আমার একজন সহকারী নিয়েছিলাম, যে অনেক ঝামেলা করায় ওই ছবির কাজ কিছুটা বাকি আছে। ইচ্ছা আছে, একসঙ্গে দুটি ছবির কাজ শেষ করব।”
‘অন্ধ গলি’ ছবিটি সম্পর্কে জানতে চাইলে তাহমিনা জামান হিমিকা বলেন, ‘ছবিতে দুজন নায়িকা থাকে। সেখানে আমি মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছি। পুরো গল্পই আমাকে নিয়ে। ছবিটিতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করেছে আমার মেয়ে বুশরা।’
‘মেয়ে কার’ ছবির গল্প নিয়ে হিমিকা বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি নায়িকার মায়ের ভূমিকায়। আর নায়িকার ভূমিকায় অভিনয় করছে আমার মেয়ে বুশরা। নিজের পরিচালনায় নিজেই অভিনয় করছি, কারণ আমার অভিনয় করার ইচ্ছাটা অনেক আগে থেকে ছিল। কিন্তু অন্য কোনো পরিচালক তো আমাকে নায়িকা হিসেবে নিতে চাইবে না। তাই ভাবলাম, নিজেই ছবি নির্মাণ করি, যেখানে আমি আমার প্রতিভা দেখাতে পারব। আবার সমাজের জন্য বক্তব্যধর্মী একটা ছবিও দর্শককে উপহার দিতে পারব। আপনারা দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন