শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বছরজুড়ে আলোচনায় ঢালিউডের ৫ নায়িকা!

পর্দার পেছনেও একটি জীবন রয়েছে তারকাদের। ব্যক্তিগত সেই জীবনে আছে সফলতা, ব্যর্থতা, অর্জন-বর্জন; আরও অনেক কিছু। তারকাদের পর্দার বাইরের জীবন নিয়ে তাদের ভক্তদের আগ্রহের কমতি নেই। প্রিয় তারকা আলোচনায় এলে সেই আগ্রহের মাত্রা সীমা ছাড়ায় কখনো কখনো। ২০১৬ সালে ঢাকাইয়া সিনেমার কয়েকজন অভিনেত্রী ছিলেন আলোচনার শীর্ষে। গ্ল্যামার দুনিয়া আর ব্যক্তিজীবনে আলোচিত ঢালউডের এমন কয়েক নায়িকার প্রতি সমকালের আলোকপাত।


পরীমনি

বছর জুড়েই আলোচনায় ছিলেন বাংলা সিনেমার হালের জনপ্রিয় নায়িকা পরীমনি। সিনেমার বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও এ বছর চর্চা হয়েছে বেশ। মাঝেমধ্যে আলোচনার ইস্যুটা তিনি নিজেই উস্কে দিয়েছেন! তবে সব ছাপিয়ে তার বিয়ের খবরটা উত্তাপ ছড়িয়েছে বেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘স্বপ্নজাল’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকার সময় নায়িকা ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। হাতে হাত রাখা সেই ছবিতে লেখা ছিল, ‘ইতিহাস করে রাখব ভালোবাসা। কথা দিলাম।’ ছবিটি আপলোড করার পরপরই অনেকের মধ্যেই বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। ভক্তদের পাশাপাশি বাদ যায়নি সংবাদকর্মীদের দৃষ্টিও। বিষয়টি সম্পর্কে পরীমনি বলেন, এটি তার বাগদানের ছবি। হঠাৎ করেই নাকি ঘটনাটি ঘটেছে। আর ঢাকার বাইরে থাকায় ব্যাপারটি কাউকে জানাতে পারেননি। বছর জুড়ে এ নিয়ে আলোচনা থাকলেও এ ব্যাপারে বিস্তারিত আর কিছু শোনা যায়নি তার মুখ থেকে।


মাহিয়া মাহি

পারভেজ মাহমুদ অপুকে মে মাসের শেষের দিকে বিয়ে করে হাজারো তরুণের ‘হৃদয় ভাঙেন’ বর্তমান সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। অপুর সঙ্গে বিয়ের পরই মাহিকে স্ত্রী দাবি করে তার বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের ফেসবুকে ছবি পোস্ট করা নিয়ে শুরু হয় ঝামেলা। ওই ঘটনায় মানহানির অভিযোগে মাহির করা মামলায় শাওনকে কারাগারে পাঠায় আদালত। পরে অবশ্য দুই পরিবারের সম্মতিতে বিষয়টি সমাধান আসে।বছরজুড়ে আলোচনায় ঢালিউডের ৫ নায়িকা


অপু বিশ্বাস

অনেক ব্যবসা সফল সিনেমায় ঢালিউড কিং সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কয়েক বছর ধরে আলোচনায় অপু বিশ্বাস। তবে ২০১৬ সালে তাকে দর্শকদের সামনে তেমন দেখা যায়নি। সাকিবের সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি চলচ্চিত্র থেকে দূরে থাকছেন তিনি! এরই মধ্যে চলতি বছর কয়েকবার সাকিবের সঙ্গে অপুর বিয়ের গুজব রটে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য বছরের শেষের দিকে ওইসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, শিগগিরই সিনেমায় নিয়মিত হবেন তিনি।বছরজুড়ে আলোচনায় ঢালিউডের ৫ নায়িকা

সোহানা সাবা
নির্মাতা মুরাদ পারভেজ ও অভিনয়শিল্পী সোহানা সাবার সংসারে ভাঙনের খবর অনেক দিন ধরেই চাউর। কিন্তু তা নিয়ে কেউ মুখ খোলেননি। অবশেষে চলতি বছরের মার্চে বিচ্ছেদের খবর জানান সাবা। তিনি বলেন, ভালোবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি, অনেক অল্প বয়সে, বাবা-মার ইচ্ছের বিরুদ্ধে, মাত্র তিন মাস প্রেম করে। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় আমরা এখন আলাদা আছি। মুরাদ আমার সবচেয়ে পছন্দের নির্মাতা। শুধু তা-ই নয়, আমার বড় বন্ধু, প্রিয় বন্ধু। কিন্তু আমরা বোঝাপড়া করে ঠিক করেছি একসঙ্গে আর নয়। আইনি পদক্ষেপ নিয়েছি আমরা। যার শেষ পর্যায়ে চলে এসেছি।বছরজুড়ে আলোচনায় ঢালিউডের ৫ নায়িকা

নাজনীন আক্তার হ্যাপি
ক্রিকেটার রুবেলকে জড়িয়ে চিত্রনায়িকা হ্যাপির নানা খবর শেষে তার জীবনের গতি চলতি বছরে নতুন মোড় নেয়। রঙিন দুনিয়াকে ‘বিদায়’ জানানো হ্যাপিকে ফেসবুকে অধিকাংশ সময় ধর্মীয় প্রচারণায় অংশ নিতে দেখা যায়। তবে গত অক্টোবরে এক নতুন খবর ছড়িয়ে পড়ে তাকে নিয়ে। সংবাদ মাধ্যমেও ছাপা হয় তার বিয়ের খবর। মিরপুরের একটি মাদ্রাসার শিক্ষককে বিয়ে করেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানালেও বিষয়টি নিয়ে লুকোচুরির আশ্রয় নেন হ্যাপি। নিজের বিয়ে নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। সূত্র- সমকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত