খুলনা ও সিলেটের উন্নয়নেও সহায়তা দেবে ভারত: হাইকমিশনার


রাজশাহী মহানগরীর মতো বাংলাদেশের খুলনা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা দেবে ভারত। রাজশাহীতে দেওয়া এক সমংবর্ধণা অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
রোববার বিকেলে রাজশাহী নগর ভবন মিলনায়তনে এই সংবর্ধণা দেওয়া হয়। এর আগে নগর ভবনে ভারতীয় অনুদানে ‘রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন’ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন তিনি। পরে তাকে রাজশাহী সিটি কর্পোরেশনের একটি স্বর্ণের চাবি তুলে দেন ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।
সংবর্ধণায় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের প্রাচীনতম এই নগরকেন্দ্রে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এই প্রথম সফর আমার স্মৃতি হয়ে থাকবে’।
খুলনা ও সিলেট মহানগরীতেও একই রকম প্রকল্প নিয়ে কাজ করার কথা জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ‘এতে দুই দেশের বন্ধন আরও সৃদৃঢ় হবে’।
রাজশাহীকে ভারতের গেটওয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৪ সালে এখানে ভারতীয় সহকারী হাইকমিশন স্থাপন করা হয়েছে। আমাদের সহকারী হাইকমিশনার এখানে খুবই সক্রিয়।’
তিনি দুই দেশের মধ্যে আন্তঃযোগাযোগ ও বন্ধুত্ব মজবুত হওয়ার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনির হোসেন উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













