চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে দুই বাড়ি ঘেরাও


জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের আকবর শাহ এলাকার দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে বাড়ি দুটি ঘিরে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে চট্টগ্রাম পুলিশের ডবল মুরিং জোনের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কর্নেলহাট এলাকার একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় এখন ব্লক রেইড চলছে। কিছুক্ষণ পর বাড়িটিতে তল্লাশি চালানো হবে। এ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
এদিকে ওই একই থানার কাট্টলি এলাকায় আরও একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলে জানা গেছে।
আকবর শাহ থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আলমগীর জানান, বাড়ি দুটির একটি আকবর শাহ সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কে, অপরটি ইশান মহাজন সড়কে অবস্থিত। বাড়ি দুটিতে অভিযানের জন্য সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ দলসহ পুলিশের দেড়শরও বেশি সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













