রানা প্লাজার ৪২ শতাংশ শ্রমিক এখনও বেকার


শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় ৪২ দশমিক ২ শতাংশ এখনও বেকার। তাদের মধ্যে ৪৮ শতাংশ শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে দুর্বল বলে এক গবেষণায় উঠে এসেছে।
২২ এপ্রিল শনিবার ব্রাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয়: রানা প্লাজা’ শীর্ষক এক জরিপে এ সব তথ্য উপস্থাপন করা হয়। ১৪০৩ আহত শ্রমিক ও ৬০৭ জন মৃত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড।
মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, ‘যেসব বিদেশি সংস্থা সহায়তার কর্মসূচি হাতে নিয়েছিলেন, সেসব প্রোগ্রামের বিষয়ে খোঁজ রাখতে হবে। সেগুলোর কি অবস্থায় রয়েছে, তা জানতে হবে। আহত শ্রমিকদের আর্থিক সাহায্য করা হলেও, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আহত শ্রমিকদের টাকা ভেঙে ভেঙে দেওয়া হয়েছে। যার ফলে সেই টাকা আর কাজে আসেনি। তাদের গড়ে সাড়ে তিন হাজার টাকা মাসে শুধু চিকিৎসায় খরচ হচ্ছে। সবাইকে একটি জায়গায় এসে কাজ করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













