ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।
চোরাচালান, মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং ও নারী-শিশু পাচাররোধ, মান সম্পন্ন শিক্ষার উন্নয়ন এবং ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়তে দারিদ্র্য ও ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকার ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে গ্রহণ করেছে নানামুখি পদক্ষেপ।
এরই অংশ হিসেবে ৪ হাজার ভিক্ষুককে পুনর্বাসনের উদ্দ্যোগ নিয়ে লালমনিরহাট জেলাকে ভিক্ষুক মুক্ত করা হচ্ছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খাঁন বলেন, এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করতে সরকারের গৃহীত কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে ভিক্ষুকদের তালিকা তৈরি করা হয়েছে।
লালমনিরহাটের ৪ হাজার ভিক্ষুককে পুনর্বাসনের কাজ শুরু করা হয়েছে। মোট ৩ হাজার ৯৪৯ জন ভিক্ষুকের ডাটাবেজ তৈরি করেছে জেলা প্রশাসন। এরপরও যদি কেউ বাদ পড়ে যান তাকেও খুঁজে বের করে তালিকাভুক্ত করা হবে। এসব ভিক্ষুককে নিজ এলাকায় রেখে কর্মসংস্থানে আত্মনিয়োগ করে স্বাবলম্বী করা হবে। ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র ও কুটিরশিল্প, রিকশা ভ্যান শ্রমিকসহ নানান পেশায় অন্তভুক্ত করা হবে ভিক্ষুকদের।
এ ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডিসহ সরকারের সকল সুবিধা প্রদান করা হবে ওইসব ভিক্ষুকদের। যে সকল ভিক্ষুকের বাসস্থান নেই তাদের জন্য খাসজমিতে আবাসন বা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাসস্থানের ব্যবস্থা করা হবে। যে করেই হোক লালমনিরহাটকে ভিক্ষুক মুক্ত করা হবে।
পেশাদার ভিক্ষুকরা এসব সুযোগ সুবিধা নেয়ার পরও যাতে পুনরায় অন্য জেলায় গিয়ে ভিক্ষা বৃত্তিতে না জড়ায় সে জন্য নিয়মিত মনিটরিং করা হবে। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে লালমনিরহাট জেলা ভিক্ষুক মুক্ত হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন


পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন


কালীগঞ্জে বজ্রপাতে নিহিত -১
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে মো. নজরুল ইসলাম (৫৫)বিস্তারিত পড়ুন













