‘জায়নামাজ ছাড়া ঈদ জামাতে সঙ্গে কিছু আনা যাবে না’


জায়নামাজ ছাড়া ঈদের জামাতে মাঠে আসার সময় অন্য কোনোকিছু সঙ্গে না আনার পরামর্শ দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
শুক্রবার বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, ‘জাতীয় ঈদগাহে ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হবে না। প্রয়োজন না হলে আমরা মুসল্লিদের পানির বোতন আনতেও নিরুৎসাহিত করবো। তবে পানি আনাটা নিষেধ করা হচ্ছে না। যথাসম্ভব ফ্রি আসার চেষ্টা করবেন। এতে করে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসবেন।’
তিনি বলেন, ‘যারা এখানে নামাজ পড়তে আসবেন দয়া করে তারা আগে আগে আসবেন। শুধু জাতীয় ঈদগাহে নয়, প্রত্যেক জায়গায় সময় নিয়ে আসবেন। তাতে করে আমরা নিরাপত্তার যে বিষয়টি আছে, সেটি আমরা সুসম্পন্ন করতে পারব। নিরাপত্তার জন্য অনেকগুলো ডিভাইস মোতায়েন করব। যাতে করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।’
‘যেখানে যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে সেখানে গাড়ি পার্ক করতে হবে। ঈদগাহের আশপাশে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করবেন না। কারণ এগুলো অ্যালাও করা হবে না।’
ঈদে নগরবাসীর নিরাপত্তার বিষয়ে বেনজীর আহমেদ বলেন, ‘ঈদে প্রতি বছরের মতো নগরবাসীর নিরাপত্তায় আমরা কাজ করবো। যাতে তারা শঙ্কামুক্ত ঈদ করতে পারেন। এজন্য আমরা আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা ও অন্যান্য গোয়েন্দাসংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবো। তারা আমাদের তথ্য দেবেন। সেগুলো পর্যবেক্ষণ করে আমরা সিকিউরিটি হালনাগাদ করবো এবং সেভাবে নতুন করে এক্সিকিউট করবো।’
ঈদকে কেন্দ্র করে স্পেসিফিক সিকিউরিটি থ্রেট নাই বলে জানান র্যাব ডিজি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













