১৫ লাখের সেই ছাগল গেল কোথায়?


সদ্য শেষ হওয়া কোরবানির ঈদে ১৫ লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে তোলপাড় সারাদেশ। মোহাম্মদপুরের সাদিক এগ্রোর ‘উচ্চবংশীয়’ ওই ছাগলের জেরে শেষ পর্যন্ত পালিয়েছেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান।
আর যাকে নিয়ে এই ছাগলকাণ্ডের সূত্রপাত সেই মুশফিকুর রহমান ইফাতও এই ঘটনার পর দুই দফা আত্মহত্যার চেষ্টা করেছেন। শুধু তাই না, আলোচিত এই ছাগল থেকে রেহাই পায়নি খোদ ‘সাদিক এগ্রো’ নামের সেই খামারও। ছাগলকাণ্ডে আলোচনায় আসার সরকারি জায়গা বেদখলের বিষয়টিও উঠে আসে সাদেক এগ্রোর নামে। বৃহস্পতিবার সেই খামার উচ্ছেদ করা হয়েছে।
তবে এত কাণ্ড যে ছাগলকে নিয়ে সেই ছাগল এখন কোথায় আছে? শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার ১ নম্বর সড়কের খামারে গিয়ে দেখা যায়, সিটি করপোরেশনের উচ্ছেদ করা জায়গায় কোনো গবাদী পশু নেই। উচ্ছেদের কারণে গতকালই গরু ও ছাগল সরিয়ে নেওয়া হয়েছে খামারের অন্য অংশে। তবে সেই অংশে নেই আলোচিত ছাগলটি।
পরবর্তীতে উচ্ছেদের শিকার হওয়া সাদিক এগ্রোর আরেক খামার মোহাম্মদপুর নবীনগর হাউজিং ৭ নম্বর সড়কের খামারেও ছাগলটির দেখা মেলিনি। এই দুই খামারের পাশে প্রতিষ্ঠানটির অন্যান্য ছাগল, দুম্বার দেখা মিললেও পাওয়া যায়নি ১৫ লাখের ছাগলটি। এরপর নবীনগর হাউজিং এলাকার ১৫ ও ১৬ নম্বর সড়কে সাদিক অ্যাগ্রোর অন্য দুই খামারে গেলে সেখানেও দেখা মেলেনি ছাগলটির।
তবে কোথায় হারাল ১৭৫ কেজি ওজনের সেই ছাগল? এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি খামার-সংশ্লিষ্ট কেউ। এমনকি সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে একাধিকবার কল দিলেও তিনি কল ধরেননি।
তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান, গতকাল উচ্ছেদের পর গাড়িযোগে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদপুরের চারটি খামারের পাশাপাশি সাভার উপজেলায় আরও একটি খামার আছে প্রতিষ্ঠানটির। আলোচিত ছাগলটি সেখানে নেওয়া হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













