জানুয়ারিতে নতুন পে-স্কেলে বেতন


যত জটিলতাই আসুক আগামী জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন পে-স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে বাংলাদেশে সফররত ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী তথগত রায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা ধরনের সংবাদ পরিবেশন হচ্ছে। আর এ নিয়ে চাকরিজীবীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাদের আমি বলতে চাই, বিভ্রান্তির অবকাশ নাই। নতুন বেতন আদেশের গেজেট যখনই হোক জানুয়ারিতে তারা নতুন পে-স্কেলে বেতন পাবেন।’
ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো বেতনসংক্রান্ত প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই প্রস্তাবের সবই মন্ত্রিসভা কিংবা প্রধানমন্ত্রীর অনুমোদিত, কাজেই এ নিয়ে এখন আবার কেনো প্রশ্ন তোলা হচ্ছে তা খতিয়ে দেখবেন তিনি।
একান্ত আইনি ব্যত্যয় না হলে এই বেতনসংক্রান্ত প্রস্তাব শিগগির প্রজ্ঞাপন আকারে জারি হবে বলে জানান মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













