অগ্নিকাণ্ডে ঘর পুড়েছে, শীতে পলিথিনের তাঁবুতে ৮ পরিবার


ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঘর, পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সব আসবাবপত্র। সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচেই মানবেতর দিনযাপন করছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাখুড়ী হঠাৎ পাড়া গ্রামের ৮টি পরিবার।
ক্ষতিগ্রস্তরা জানালেন, হঠাৎ পাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সেই অগ্নিকাণ্ডের পর প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে পলিথিনের তাঁবুতেই থাকছেন তারা।
তাদের অভিযোগ, এখনো কোনো সরকারি সাহায্য পাননি তারা। এমনকি ঘটনাস্থলে আসেনি কোনো সরকারি কর্মকর্তা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. সহির আলী বলেন, ‘সহায়-সম্বল যা কিছু ছিল সব আগুনে পুড়ে গেছে। শুধু পরনের কাপড় ছাড়া কিছু রক্ষা করা যায় নি। ঘরের চাল, ডাল ছাগল এবং হাস-মুরগি সব পুড়ে ছাই হয়ে গেছে।’
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আমিনা কমির বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ রুবিনা আকতার বলে, ‘আগুনে সব বই পুড়ে গেছে। আর পড়াশোনা করতে পারব কি না সন্দেহ। বাবা আগে ঘরবাড়িই তৈরি করবেন নাকি আমার বই খাতা কিনে দেবেন? আমার আর পড়াশোনাই করা হবে না।’
রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের পরে এলাকাবাসী ক্ষতিগ্রস্তদের খাওয়া ও থাকার ব্যবস্থা করেছে। স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিত্তবানরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য চাল এবং শীতবস্ত্রের ব্যবস্থা করে। তাদের প্রাপ্ত চাল এবং প্রতিবেশীদের কাছে এক কেজি করে চাল এবং সাধ্যমতো সবজি দিয়ে প্রতিদিন পরিবারগুলোর খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পলিথিন কিনে তাঁবু বানিয়ে তাদের সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকাস্থ বীরগঞ্জ সমিতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে শুক্রবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন।
এ ব্যাপারে বীরগঞ্জ সমিতির সভাপতি মো. আনোয়ার পারভেজ বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করার চিন্তাভাবনা আমাদের আছে। আমরা তাদের মাথা গোঁজার ঠাঁই করার বিষয়ে গুরুত্ব দিয়েছি। সমাজের সবাইকে নিয়ে সবার আগে তাদের ঘর মেরামত করতে হবে। এরপর শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যার সমাধান করতে চাই। তারপর যদি সহযোগিতা লাগে তাহলে বীরগঞ্জ সমিতি বিষয়টি দেখবে।’
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল খালেক সরকার বলেন, ‘তাদের মানবিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক আমার মারফত ২৮টি কম্বল প্রদান করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন


ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন


পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন













