নিজ শহরেই নিষিদ্ধ স্বর্ণজয়ী শিলা


এসএ গেমসে দুটি স্বর্ণ জয়ের পরে প্রশংসায় ভাসছেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। পুরো দেশের মানুষ সাধুবাদ জানিয়েছে। নিজ শহর যশোরে ফিরে পাবেন সংবর্ধনা। তাকে সংবর্ধণা দেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। অথচ স্বর্ণকন্যা নিজ শহরের সুইমিংপুলে নিষিদ্ধ হয়ে আছেন ১৩ বছরের জন্য।
২০০৩ সালের জাতীয় সাঁতারে জেলার পক্ষে না খেলায় শিলা, ববিতা, নাজমা, সাবিনা, লিপি, তানজিলা, এনামুল, শাকিল ও নজরুলকে ক্রীড়া সংস্থা নিষিদ্ধ করেছিল। এখনো বহিষ্কারাদেশ ঝুলছে তাদের মাথায়।
যশোর ক্রীড়া সংস্থার তৎকালীন সাঁতার উপকমিটির সম্পাদক নজরুল ইসলাম নিষিদ্ধদের মধ্যে শিলা ছিল না দাবি করলেও এসএ গেমসে দলের ম্যানেজার আবদুল মান্নান বলেছেন, শিলার নাম ছিল ওই তালিকায়। নয় সাঁতারুকে আত্মপক্ষ সমর্থনে রেজিস্ট্রি চিঠিও পাঠানো হয়েছিল। যশোর জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির এক সদস্য নিশ্চিত করেন, নজরুল-মান্নানের দ্বন্দ্বে এমন কিছু হতে পারে।
এবছর পর্যন্ত শিলার নিষেধাজ্ঞা থাকলেও, সে নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন যশোর ক্রীড়া সংস্থার সভাপতি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













