ওষুধের জেনেরিক নাম লেখা নিয়ে হাইকোর্টের রুল


রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের ‘জেনেরিক’ নাম স্পষ্ট করে লিখতে আইন বা বিধি তৈরি করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ আদালতে রিট আবেদনকারী ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ‘রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকরা ওষুধের জেনেরিক নাম স্পষ্ট করে লিখতে আইন বা বিধি তৈরি করতে সরকারকে কেন নির্দেশ নয় এ মর্মে রুল জারি করা হয়।’
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, ওষুধের প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ চারজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার গোলাম সারোয়ার পায়েল সাংবাদিকদের বলেন, ‘রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকরা ওষুধের জেনেরিক নাম না লিখে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দেওয়া ব্র্যান্ড নাম লিখেন। যেন রোগীরা তাঁর (চিকিৎসকের) ইচ্ছামতো প্রতিষ্ঠানের ওষুধ কিনতে বাধ্য হন। চিকিৎসকদের দেওয়া পরামর্শক্রমে রোগীরা সেই প্রতিষ্ঠানের ওষুধ কিনে অর্থের অপচয়ের শিকার হন।
গোলাম সরোয়ার বলেন, ‘ওষুধের মাদারনেম বা আসল নাম লিখলে রোগী তার ইচ্ছানুযায়ী যে কোনো প্রতিষ্ঠানের ওষুধ কিনে খেতে পারবে। কিন্তু আমাদের দেশের রোগীদের ব্যবস্থাপত্রে ওষুধের নাম লিখতে চিকিৎসকদের বিষয়ে এরকম কোনো আইন নেই। আইন থাকলে চিকিৎসকরা এরকম করতে পারত না।’
গোলাম সরোয়ার বলেন, ‘ভারতে এ রকম আইন প্রণয়ন করা হয়েছে ২০০২ সালে। আমাদের দেশে ওষুধের আসল নাম লেখার ক্ষেত্রে এরকম আইন থাকলে রোগী বা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে না।’ তিনি বলেন, ‘যেমন এভিল একটি ওষুধের নাম। যা একটি প্রতিষ্ঠানের নাম। এর জেনেরিক নাম হলো, ফেনিরামাইন সেলিয়েট বিপি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













