”এপ্রিল মাসে ১০৯ জন যৌন নির্যাতনের শিকার, এর মধ্যে গণধর্ষণ ১৭”
এপ্রিল মাসে দেশে ১০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হন ১৭ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয় দুজনকে। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১০ জনকে।
মঙ্গলবার মহিলা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে মহিলা পরিষদ এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ৪৬৩ জন নারী ও কন্যাশিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হন। বিভিন্ন কারণে ৭৯ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়।
বিবৃতিতে জানানো হয়, মাসটিতে শ্লীলতাহানির শিকার হন তিনজন। যৌন নির্যাতনের শিকার হন ১৮ জন। অ্যাসিডদগ্ধ হয়েছেন ছয়জন। অপহরণের ঘটনা ঘটেছে ২৫টি। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে পাঁচটি।
এর মধ্যে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে একজনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ২০ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩৪ জন আত্মহত্যা করতে বাধ্য হন। ৩৫ জনের রহস্যজনক মৃত্যু হয়। বাল্যবিবাহের শিকার হয় ১৫ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৯ জনকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













