আলাউদ্দিন টাওয়ারের আগুনের কারণ খুঁজছে বুয়েট-রাজউক


রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফটে ছিঁড়ে আগুনের ঘটনায় নিহত হয়েছে ৭জন। এ ঘটনায় তদন্ত করছে বুয়েট ও রাজউকের প্রতিনিধি দল। একইসঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডিএনসিসি সমন্বিতভাবে তদন্তও করবে।
তারা খতিয়ে দেখছে কি কারণে লিফট ছিঁড়ে পড়েছে। আর লিফট ছিঁড়ে বেজমেন্টে না থেমে সেটা ভেঙে নিচে কেন পড়ে গেল। বিস্ফোরণ কেন হলো। বিদ্যুতের ত্রুটি ছিল কিনা এসব বিষয়ও তদন্ত করে দেখছে।
এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বেশ কিছু কারণ ধরে এগুচ্ছি। এক্ষেত্রে বেজমেন্টে বিশাল আগুন কীভাবে ধরলো এবং বেজমেন্টে কিছু অনাকাঙ্খিত স্থাপনাও দেখতে পেয়েছি। তাই এসব ধরেই আমরা এগুচ্ছি।
বুয়েট ও রাজউক দেখছে বিল্ডিংয়ের নকশায় বা নির্মাণে ত্রুটি রয়েছে কী না। এছাড়া ফায়ার সার্ভিসও একটি তদন্ত করছে। এরপরও পুলিশ, ডিএনসিসি ও ফায়ার সার্ভিস একটি সমন্বিত তদন্ত করবে। এরপরই জানা যাবে প্রকৃত কারণ কি।
এদিকে আজ শনিবার ভোর পৌণে ৬টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে মাহমুদুল হাসান (৩৫) মারা যান। তিনি ট্রপিকাল আলাউদ্দিন শপিংমলে সহকারী জেনারেল মেনেজার ছিলেন। তার বাড়ি বগুড়ায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (৪), আটমাস বয়সি ছেলে মুনতাকিন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অন্যদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- কাজী মিজানুর রহমান খান (৫২), কামরুন নাহার লতা (২৩), সালমা আক্তার (৩৫), রেজাউল করিম রানা (৩২), জসিম (৩৫) ও অজ্ঞাত (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত। আহতদের মধ্যে ৩৫ জন উত্তরা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













