‘শিক্ষকরা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলে শিক্ষার মান কমে যায়’


টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : শিক্ষকরা সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হলে শিক্ষার মান কমে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী উগ্রবাদের মতো সারা দেশব্যাপী মাদকের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
রবিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাবি ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সময় আরো বলেন,শিক্ষকরা রাজনীতিতে কোন দলকে সমর্থন দিতে পারেন তবে তাদের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা শিক্ষার মানকে কমিয়ে দেয়। শিক্ষার্থীদের কথা ভেবে এ সময় শিক্ষকদের সরাসরি রাজনীতি থেকে সরে আসবার আহবান জানান তিনি।
মাদককে সমাজের অন্যতম প্রধান আপদ উলেখ করে মন্ত্রী এসময় উগ্রবাদের মতো মাদককেও সমাজ থেকে নির্মূল করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্তে¡ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা এসময় বক্তব্য রাখেন।
আলোচনা সভায় এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রলীগের নেতা-কর্মিসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন


ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন


সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন













