এবার রাজধানীতে শিশুর পায়ুপথে বাতাস: অবস্থা গুরুতর


এবার রাজধানীতে অয়ন (১১) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) বিকালে মোহাম্মদপুর বেড়িবাঁধে মেঘনা অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। ওই গ্যারেজেরই দুই কর্মচারী শরিফ ও রাব্বি এ ঘটনা ঘটায়।
গ্যারেজের মালিক মিন্টু মিয়া বলেন, দুপুরে খাবার খাওয়ার জন্য আমি বাসায় চলে আসি। এসময় এ ঘটনা ঘটে। অয়নের বাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আবেদ আলীর ছেলে। সে মোহাম্মদপুর কাটাসোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই একটি বাসাতে থাকত।
জরুরী বিভাগে আনার পর অয়ন জানায়, জোর করে তাকে পায়ুপথে শরিফ ও রাব্বি বাতায় ঢুকিয়ে দেয়।
এদিকে ঢামেকে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী শিখর জানান, অয়নের অবস্থা গুরুতর। দ্রুত তার অপারেশন করতে হবে। তা না হলে শিশুটির প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













