মানি লন্ডারিংয়ের ‘কালো তালিকা’ থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ


মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশ কালো তালিকার ঝুঁকি থেকে বেরিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে অনুষ্ঠিত এপিজিএলএল’র সম্মেলনে আজ(বৃহস্পতিবার) চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মইনুল খান এক ফেসবুক পোষ্টে যুক্তরাষ্ট্র থেকে এ তথ্য জানান।
মইনুল খান জানান, বিভিন্ন এজেন্সির সমন্বয়ে গত এক বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল অবশেষে আজ পাওয়া গেলো। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে বিশ্বমানদন্ডে বাংলাদেশের কালো তালিকায় অন্তর্ভূক্তির ঝুঁকি কেটে গেলো।
তিনি আরো জানান, এটর্নি জেনারেল ও লেজিলেটিভ সচিবের নেতৃত্বে এনবিআরের পক্ষ থেকে এই ডেলিগেশনের সদস্য হবার সুবাদে অবদান রাখার অনন্য সুযোগ হয়েছে। এতে আরো ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রালয়, আইন মন্ত্রালয়, অর্থ মন্ত্রালয়, এনবিআর, দুদক, পুলিশ ও বিএফআইইউ এর প্রতিনিধি।
বিদেশি মূল্যায়নকারীদের অনসাইট ভিজিট ও ফেস-টু-ফেস আলোচনায় প্রত্যক্ষ অংশ নিয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থান তুলে ধরা ও ভালো রেটিং পাওয়ায় অনেক চ্যালেঞ্জ থাকলেও তা এখন উত্তীর্ণ বলে জানিয়েছেন মইনুল খান।
মানি লন্ডারিং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে টেকনিকাল কমপ্লায়েন্সে ও মারনাস্ত্র বিস্তারে অর্থায়নের মাপকাঠিতে বাংলাদেশ ভালো রেটিং পেলেও অন্য আরো ১০টিতে উল্লেখযোগ্য না হওয়ায় ঝুঁকির সৃষ্টি হয়। আরো দুটো ক্ষেত্রে (আন্তর্জাতিক যোগাযোগ এবং সন্ত্রাসে অর্থায়ন) এই মূল্যায়ন উন্নত হওয়ায় বাংলাদেশ এই ঝুঁকি থেকে বেরিয়ে এলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













