শনিবার, নভেম্বর ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন না ওবায়দুল কাদের

আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছেন দলের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি গণমাধ্যমকে করে বলেন, এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ হলে তিনি বিব্রত হন।

২০০৯ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আগে একবার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন ওবায়দুল কাদের। তবে ডেলিগেটদের সর্বসম্মতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তখন প্রার্থী হয়েছিলাম নেত্রীর নির্দেশে। পরে নেত্রীর নির্দেশেই আমি প্রার্থিতা প্রত্যাহার করি।’

২০১২ সালের জাতীয় সম্মেলনের আগেও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তার অনুসারীরা তখন এ বিষয়ে প্রচারও চালিয়েছিল। তবে তিনি পরে আর প্রার্থী হননি। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হন সৈয়দ আশরাফ।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে ঘিরেও ওবায়দুল কাদেরের অনুসারীরা বেশ কয়েক মাস ধরে সক্রিয়। সড়কমন্ত্রী এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে শক্তিশালী প্রতিদ্বন্দ¦ী হবেন-এমন কথা বলেছেন অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করাবেন না।’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তে আস্থা আছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, ‘৩৫ বছর ধরে যিনি দলের সভাপতি (শেখ হাসিনা) তিনি ভালো বুঝেন কাকে কোন জায়গায় রাখতে হবে।’

সড়কমন্ত্রী বলেন, ‘আমি তোমার সময়ের আগে নয়, তোমার ভাগ্যের চেয়ে বেশি’এই নীতিতে বিশ্বাসী।’

আন্দোলনের দল না বিএনপি

অনুষ্ঠানে বিএনপির আন্দোলনের হুমকি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি হুমকি ধামকি দিলেও তারা কার্যত কিছুই করতে পারবে না। আওয়ামী লীগ নেতা বলেন, ‘বিএনপি আন্দোলনের দল না। তারা ৫০ জনের একটা বিক্ষোভ মিছিলও করতে পারে না।…আন্দোলন করতে গিয়ে তারা সহিংসাকে বেছে নিয়েছে। দল হিসেবে অনেকাংশে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করছে।’

দল হিসেবে বিএনপি শক্তিশালী হলে বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। সে ক্ষেত্রে সরকারও শক্তিশালী হয়। আমাদের দেশে নানা কারণে সেটা অনুপস্থিত।

মধ্যবর্তী নির্বাচন দেয়ার কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে সড়কমন্ত্রী বলেন, ‘কেন মধ্যবর্তী নিবাচন দেবে সরকার? দেশে কি সেই রকম কোন পরিবেশ তৈরি হয়েছে? বহি্র্বিশ্ব থেকেও সেরকম কোন চাপ নেই। ঊনসত্তরের মত না হোক, নব্বইয়ের মত পরিবেশ হলেও মধ্যবর্তী নিবাচন নিয়ে চিন্তা করা যেত।’

ওবায়দুল কাদের বলেন, দশম জাতীয় নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও সেভাবেই হবে এবং সে নির্বাচনে বিএনপি অংশ নেবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত