ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট, দুর্ভোগে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ডাকা ধর্মঘটে অসহনীয় দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা রোগীরা।
অন্তঃসত্ত্বা নুসরাত জাহান ঝর্ণা (২৫) হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় হাসপাতালের জরুরি বিভাগে টিকেট কাউন্টারের পাশে মাটিতে বসেই অ্যাম্বুলেন্সের অপেক্ষা করতে দেখা যায় এই নারীকে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেনদি গ্রামের বাসিন্দা ঝর্ণা।
ঝর্ণার বাবা মো. নুরুল ইসলাম জানান, ঝর্ণা দুই মাসের অন্তঃসত্ত্বা। গতকাল সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যায়। বাম পায়ের আঙুলের হাড় ভেঙে যায়। প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা ঝর্ণার পায়ে ব্যান্ডেজ করে ছেড়ে দেন। হাসপাতালের ভেতরে ও বাইরে তিন ঘণ্টা অপেক্ষা করেও কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি।
পরে প্রাইভেটকার ভাড়া করে হাসপাতাল ছেড়ে যান ঝর্ণা ও তাঁর স্বজনরা।
গত শনিবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক সোহেলকে আটক করা হয়। পরে ধর্মঘট ডাকে অ্যাম্বুলেন্স মালিকদের সংগঠন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













