বিয়ের পর শখ’র প্রথম জন্মদিন


বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ আনিকা কবির শখ। অাজ তার জন্মদিন। ২৪’এ পা দেওয়া শখ একাধারে মডেল ও নৃত্যশিল্পী। এবারের জন্মদিনটি এ অভিনেত্রী দারুণ স্পেশাল। বিয়ের পর ভালোবাসার মানুষ স্বামী নিলয়ের সঙ্গে প্রথমবার জন্মদিন উদযাপন করছেন তিনি।
জন্মদিন উপলক্ষে দারুণ ব্যস্ত থাকা শখ’র তেমন কোনো পরিকল্পনা নেই। শ্বশুরবাড়ির সদস্যের সঙ্গে বিয়ের প্রথম জন্মদিন আনন্দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন। অবশ্য সেই আনন্দ যে শুরু হয়েছে তার প্রমাণ অভিনেতা নিলয় আলমগীরের ফেসবুক পোস্টে পাওয়া গেছে। পোস্ট দেয়া ছবিতে দেখা যায়, শ্বশুর-শাশুড়ির সঙ্গে বার্থডে কেক নিয়ে বসে আছেন শখ।


পরিবারের পাশাপশি রাত ১২টা ১মিনিটি থেকে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা সিক্ত হচ্ছেন তারকা মুখ শখ। পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে প্রিয় সময় কাটানোর পর আবারো শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। এ মুহূর্তে শখের বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে।


‘বাংলালিংক দেশ’র বিজ্ঞাপনে এর মাধ্যমে শখ মিডিয়া জগতে জায়গা করে নেন। এরপর ২০০২ সালে শখের প্রথম টিভিনাটকে অভিনয়। এছাড়াও তিনি এফএনএফ, ফিফটি ফিফটি, দিবা রাত্রি খোলা থাকে, রঙসহ আরো কিছু নাটকে অভিনয় করেন। ছোট পর্দার পাশাপাশি শখের অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র ‘বলো না তুমি আমার’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













