কদিন ধরেই রেগে রেগে কথা বলছি


আলোচিত নায়িকা অধরা খান। নতুন ছবিতে জুটি হয়েছেন নবাগত আবিরের সঙ্গে। ছবির নাম ‘রাগী’। আর সেই রাগী মেয়ের চরিত্রেই দেখা যাবে অধরাকে।
বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় মারামারির দৃশ্য দিয়ে শুরু হয় এ ছবির শুটিং।
অধরা বললেন, ‘সকাল থেকেই শুটিং করছি। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে। আজ মারামারির দৃশ্যের কাজ হয়েছে। আরো দিন কয়েক একই লোকেশনে শুটিং হবার কথা।’
নিজের চরিত্র নিয়ে তিনি বললেন, ‘একজন রাগী মেয়ে হিসেবে দর্শক আমাকে দেখবেন। কিন্তু আমি একদমই রাগী না। প্রস্তুতির জন্য তো অনেক কাঠখর পোহাতে হয়েছে। কদিন হলো বোন ও বন্ধু-বান্ধবদের সঙ্গেও রেগে রেগে কথা বলছি। চেষ্টা করছি চরিত্রের সঙ্গে মিশে যাবার। আমার চরিত্রটি অহঙ্কারী, তবে রোমান্সও কম থাকবে না!’
প্রথমদিনের শুটিং লোকেশনে দেখা যায়, অধরা ও আবির চুটিয়ে প্রেম করছেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে সনি তার দলবল নিয়ে আবিরের ওপর হামলা চালায়। বিষয়টি নিয়ে উদগ্রীব হয়ে পড়েন অধরা। নায়ক-ভিলেনের এ লড়াই শেষ হতে দিন কয়েক লেগে যাবে।
ছবির পরিচালক মিজানুর রহমান মিজান বললেন, ‘প্রথম লটের দৃশ্যধারণের পর বিরতি দেয়া হবে। এরপর ছবির চারটি গানের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে দেশের বাইরে গানের শুটিং করার ইচ্ছে রয়েছে। তাছাড়া সিলেটেও মনোরম লোকেশনে শুটিং হবে।’
তিনি জানান, ছবিতে খল চরিত্রে সনি রহমান এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মুনমুন।
বহু হিট, সুপার হিট ছবির পরিচালক শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’র নায়িকা হয়ে চলচ্চিত্রে পা রাখেন অধরা খান। এ ছবির কাজ শেষ দিকে। একই পরিচালকের নতুন ছবি ‘মাতাল’-এ তার কাজ করার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













