DSLR নয় আপনাকে চমক দিতে পারে এই ক্যামেরাটি
এখন ছবি তুলতে সবাই ভালোবাসে। কিন্তু ছবি তোলা যাদের নেশা দামের কারণে ভালো ডিএসএলআর ক্যামেরা কিনতে পারছেন না, তাঁদের জন্য সবচেয়ে ভালো অপশন সেমি এসএলআর ক্যামেরা। আবার যাঁরা সব সময় ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরতে চান না কিন্তু ছবি তুলতে চান, তাঁদের জন্যও হালকা সেমি এসএলআর ক্যামেরার থেকে ভালো কিছু নেই।
সেমি এসএলআরের সব থেকে ভালো ক্যামেরা ক্যাননের পাওয়ারশট সিরিজের। এই সিরিজের নতুন ক্যামেরা পাওয়ারশট SX530HS। এই ক্যামেরায় রয়েছে ফিফটি এক্স অপটিক্যাল জুম লেন্স। সেই সঙ্গে যোগ হয়েছে ওয়াইফাই কানেকশান এবং এনএফসি। এর আগের মডেল পাওয়ারশট এসএক্স 520 এইচএস ছিলো 42এক্স অপটিক্যাল জুম লেন্সের ক্যামেরা।
এখন লেন্সের উন্নতি হলেও ক্যামেরার ডিজাইনে তেমন কোনো পরিবর্তন করা হয়নি। পাওয়ার শট এসএক্স 530 এইচএস মডেলের ক্যামেরায় রয়েছে টিল্ট্যাবল ৩ ইঞ্চি এলসিডি মনিটর। ১৬ মেগাপিক্সেলের ক্যামেরাটিতে রয়েছে ১/২.৩ ইঞ্চি সিএমওএস সেন্সর। এতে অ্যাড হয়েছে ক্যাননের ডিজিক ফোর প্লাস ইমেজ প্রসেসর। ৩০ এফপিএসে ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে ক্যামেরাটি দিয়ে। ক্যাননের এই পাওয়ার শট পাওয়ারশট ক্যামেরার দাম করা হয়েছে ২০ হাজার টাকার মত।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন