‘ok’ কোথা থেকে এলো এই শব্দটি ?
‘ok’ শব্দটি ‘All Korrect’ এর সংক্ষিপ্ত রুপ। গত দুই শতাব্দী ধরে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে শব্দটি তা হলো ‘ওকে’ (ok)। অর্থাৎ সারা দিনে সরাসরি কথা বলা থেকে শুরু করে ফোনে কথা বলার সময়, ম্যাসেজে, হোয়াটসঅ্যাপেও সবচেয়ে বেশি বার আমরা ব্যবহার করি এই ‘ok’ শব্দটি।
কিন্তু কেউ কি বলতে পারবে কোথা থেকে এলো এই ‘ok’ বা কীভাবে এর জন্ম? অনেকেই হয়তো এ প্রশ্নের উত্তর জানেন না। গত ২৩ মার্চ ছিল ‘ওকে’-র ১৭৭ বছরের জন্ম দিন।
১৮৩৯ সালে দুই সংবাদ পত্র বস্টন মর্নিং পোস্ট ও প্রভিডেন্স জার্নালের মধ্যে ছিল তুমুল বিরোধিতা। পরে সেই সমস্যা মেটে। আর সেই বার্তা বোঝাতে ছাপার অক্ষরে ব্যবহার করা হয়েছিল এই ‘ওকে’ শব্দ। বানান ‘okay’। অর্থ- অল কারেক্ট। অর্থাৎ, সব ঠিক আছে। এরপর থেকেই শব্দটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। তবে জনপ্রিয়তা বাড়রেও বানান এবং অর্থ ধরে রাখতে পারেনি ওকে। পরবর্তীতে বানান দাঁড়ায় ok। বর্তমানে ‘আচ্ছা’ বা ‘ঠিক আছে’ বোঝাতেই শব্দটি ব্যবহৃত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন