Raped হওয়া নারীর চরিত্রে মাহমুদা আক্তার নিশা
আরটিভিতে অাজ রাত ৮ টায় প্রচার হবে নাটক ‘হ্যাপিনেস’। আসাদুজ্জামান সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। এতে ‘ন্যান্সি’ নামের সর্বস্ব হারানো ও রেপড হওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী মাহমুদা আক্তার নিশা।
এ বিষয়ে তিনি বলেন, নাটকটিতে আমার চরিত্রের নাম ন্যান্সি, যার ১১ বছর বয়সে বাবা-মা মারা যায়। চাচার কাছে বেড়ে ওঠে ন্যান্সি। বড় হয়ে বুঝতে পারে চাচা সম্পত্তির লোভে তাকে আশ্রয় দিয়েছিল। এক সময় চাচার আধ-পাগল ছেলের সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা করে। অন্য একটি ছেলের সঙ্গে একসময় তার প্রেম হয়, এরপর বিয়ে। কিন্তু বিয়ের পর স্বামী এক পর্যায়ে ন্যান্সির ২৫ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়ে তাকে বিক্রি করে আমেরিকা চলে যায়। এরপর ন্যান্সিকে দুবৃত্তরা রেপ করে রাস্তায় হাত-পা, চোখ, মুখ বেঁধে ফেলে রেখে যায়।
নাটকে অভিনয় সম্পর্কে নিশা আরো জানান, আমি কেমন অভিনয় করেছি জানিনা, তবে এটা বলতে পারি এখানে আমি কোন গ্লিসারিন ব্যবহার করিনি। নাটকটিতে আরো অভিনয় করেছেন অপূর্ব, সানজিদা প্রীতি, আজিজুর রহমান আজাদ, ফখরুল বাসার মাসুম, মিলি বাসার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন