অতিচালাকের গলায় দড়ির সাতটি কারণ!
অতিচালাকের গলায় দড়ি কথাটা সবারই জানা৷ কিন্তু এই সমস্যাটা ঠিক কিরকম সে কথা বোধ হয় অন্যদের থেকে আই কিউ খুব বেশি যাদের তারাই শুধু বোঝেন৷ কি কি ক্ষেত্রে অতিবুদ্ধিমানদের সমস্যায় পড়তে হয় তা দেখে নিন একবার৷
১) অনুভূতির থেকে চিন্তা বেশি
সাধারণ মানুষ আবেগের বশে কী করেন? তার নানারকমের প্রকাশ আছে৷ তারা হাসেন, দাঁত কিড়মিড় করেন, চিৎকার করেন, কাঁদেন, হাত পা ছোঁড়েন। আর বুদ্ধিমান মানুষ? তারা নিজের আবেগকে দমন করেন, সময় নিয়ে ভাবেন বিষয়টি নিয়ে৷ আর কথার মাধ্যমে তা প্রকাশ করার চেষ্টা করেন। কিন্তু যত কথাই ব্যবহার করেন না কেন, তাদের অনুভুতি ঠিকমত প্রকাশিত হয় না। কারণ আবেগকে ভাষায় বর্ণনা করা যায় না৷
২) পরিশ্রমের মূল্য জানেন না
সাধারণত বুদ্ধি দিয়েই অধিকাংশ কাজই হয়ে যায়৷ ফলে পরিশ্রম না করেই কাজ করে ফেলার একটি প্রবণতা তৈরি হয়। তার ফলে পরিশ্রমের মূল্য কখনও বুঝে উঠতে পারেন না এঁরা৷ কিন্তু সব কাজ সবসময় বুদ্ধি দিয়ে হয় না৷ কিছু ক্ষেত্রে পরিশ্রমও দরকার৷ আর তখনই সমস্যা হয় এঁদের৷
৩) অন্যদের বেশি প্রত্যাশা
পরিস্থিতি যাই হোক না কেন, আপনাকে সবার সেরা হতেই হবে। তা স্কুল-কলেজে হোক, অফিসে হোক অথবা অন্য কিছু। আর এই প্রত্যাশার চাপ সারাক্ষণ আপনাকে ঘিরে রাখে, অন্যদেরকে নিরাশ করার ভয় থাকে আপনার মনে।
৪) ভুল শুধরে দিতে গিয়ে ঝামেলা
অন্যদের চাইতে বেশি জানেন এবং বোঝেন আপনি। এ কারণে কথাবার্তার মাঝে তাদের ছোটখাটো ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্বটা আপনিই নিয়ে থাকেন সচরাচর। আপনার চোখে এই কাজটি তুচ্ছ হলেও অন্যদের কাছে এটা ভীষণ বিরক্তিকর এবং তারা এর জন্য আপনাকে অপছন্দও করতে পারে।
৫) প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা
কোনও কাজ করার আগে একজন সাধারণ মানুষ দু’বার চিন্তা করেন। আপনি করেন একশোবার বা তারও বেশি। এভাবে বারবার চিন্তা করতে করতে মাথা খারাপ হবার জোগাড় হয় আপনার। কিন্তু এভাবে চিন্তা না করেও থাকতে পারেন না আপনি। এমনকি কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এভাবে বার বার চিন্তা করতে গিয়ে দেখা যায়, সিদ্ধান্ত নেওয়ার সাহসটাই হারিয়ে ফেলেছেন আপনি।
৬) আপনাকে দাম্ভিক মনে করে
আপনি নতুন কিছু শিখেছেন, এই কথা সাধারণ কথোপকথনের মধ্যে দিয়েই বলতে গিয়ে দেখুন, মানুষ মনে করবে আপনি নিজের জ্ঞান নিয়ে বড়াই করতে এসেছেন। ফলে তাদের সঙ্গে আরও দুরত্ব বাড়বে আপনার।
৭) আপনি ভালো করেই বোঝেন আপনি কতোটা অজ্ঞ
সাধারণ বুদ্ধির মানুষ তাদের থেকে অন্য কেউ অল্প কিছু অতিরিক্ত জানলেই ভাবেন তারা কতো বুদ্ধিমান। তাদের চোখে আপনি তো একেবারে সুপারম্যান! কারণ আপনি তাদের চাইতেও অনেক বেশি সমঝদার। কিন্তু বুদ্ধি বেশি বলে আপনি এটাও জানেন, পৃথিবীতে জানার মতো কতো কিছু আছে আর তার সামনে আপনার জ্ঞান কতোটা ক্ষুদ্র। এ কারণে যখন অন্যেরা নিজেদের সীমিত জ্ঞান নিয়ে সুখী, তখন আপনার হতাশা কত কিছু জানতে পারলেন না সেই নিয়ে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/06/1-197-622x350.jpg)
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
![](https://amaderkonthosor.com/wp-content/uploads/2024/05/1-103-622x350.jpg)
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন